[Ubuntu-BD] [অফটপিকের] না পাওয়া ইমেইল বিষয়ক আলোচনা

maSnun mailbox at masnun.me
Sat Jun 25 06:22:28 UTC 2011


>
> > আপনাকে বোকা বা অসতর্ক প্রমাণ করে কারো কোন লাভ আছে কিনা জানি না, আমার নাই
> > সেটুকু বলতে পারি। তবে এই সমস্যাটা খুজে বের করায় আপনি গুরুত্বপূর্ন ভূমিকা
> > রাখতে পারেন যেহেতু আপনার মেইল মিসিং গেছে। কিন্তু আপনি যদি ইনফেরিওরিটি
> > কমপ্লেক্সে ভোগেন তাহলে এই সমস্যার কোন ভাল সমাধান হবে বলে মনে করছি না।
> >
>
> দেখুন মাসনূন আমাকে পেঁচিয়ে কথা বলে লাভ নেই। যে কথাটার জবাবে আমি এই কথাগুলো
> লিখেছিলাম তা ছিলো >>>
>
>  ২৫ জুন, ২০১১ ১২:১৫ am এ তে, maSnun <mailbox at masnun.me> লিখেছে:
>
> > .................. আপনি হয়ত খেয়াল করেননি বা ভুল বুঝে ডেলিভারি স্ট্যাটাসের
> > কথা বলে যাচ্ছেন।............
> >
>


আচ্ছা এবার আমরা একটু পুরোনো থ্রেডগুলোর দিকে তাকাই । শাবাব ভাই এই থ্রেডে তার
প্রথম দিককার (সম্ভবত ৩য়) মেইলেই পোস্ট একনলেজমেন্ট চান । সেই সাথে তিনি
ডেলিভারি ফেইলিউর নোটিশের কথাও জানতে চান । তিনি লেখেনঃ

আর আপনি পোস্ট অ্যাকনলেজমেন্ট মেইল পেয়েছেন কিনা সেটা এখন পর্যন্ত জানান নি। আর
> ফুল হেডারও পাঠাননি। স্মল হেডার যেটা আগে দিয়েছেন সেটাতে যে তথ্য আছে সেটা
> যথেষ্ট নয়। ওই তথ্য দিয়ে খুঁজে আপনার মেইলের দেখা পাওয়া যায় নি সেটা তো আগেই
> বলেছি। আরো চেক করে দেখুন যে গুগল আপনাকে কোন মেইল ডেলিভারি ফেইলিউর নোটিশ
> দিয়েছে কিনা।
>
> সূত্রঃ https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2011-June/009257.html

পরবর্তীতে শাবাব ভাই আবারো তাগিদ দেন এই পোস্ট একনলেজমেন্ট এর ব্যপারে। তিনি
এবার লেখেনঃ

টেকনিক্যালি কিছু করার জন্য যে প্রশ্নটার উত্তর পাওয়া দরকার সেটা হচ্ছে রিং তার
> পোস্ট একনলেজমেন্ট ইমেইল পেয়েছেন কি না। এই প্রশ্নটার উত্তর কোথাও খুঁজে পাচ্ছি
> না। দয়া করে আমার ব্যর্থতা মার্জনা করে পুনরায় উত্তর দিন।
>
> সূত্রঃ https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2011-June/009264.html

ঠিক তার পরের ই-মেইলেই রিং ভাইয়া উত্তর দেন শাবাব ভাইয়ের লেটেস্ট মেইলটি কোট
করেঃ

ভাইরে, আবারো বলছি আমি কোনরকম "ডেলিভারি ফেইলড" মেসেজ পাইনি।
>
>
সূত্রঃ https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2011-June/009268.html

তারপরের মেইলে আমি ডেলিভারি নোটিশ ও পোস্ট একনলেজমেন্ট এর পার্থক্য ব্যখ্যা করে
লিখি ঃ

ডেলিভারি ফেইলড মেসেজ আপনি পাবেন যখন গুগল আপনার মেইল ডেলিভারী দিতে পারবেনা বা
> মেইল বাউন্স ব্যাক করবে । আর উবুন্টু বিডি মেইলিং লিস্ট থেকে একটা মেইল
> একনলেজমেন্ট পাঠানো হয় যেটা নিশ্চিত করে আপনার মেইলটি সার্ভারে পৌছালো কিনা ।
> শাবাব ভাই বারবারই মেইল একনলেজমেন্ট পেয়েছেন কিনা তাই জিজ্ঞাসা করছেন । আপনি
> হয়ত খেয়াল করেননি বা ভুল বুঝে ডেলিভারি স্ট্যাটাসের কথা বলে যাচ্ছেন । ধারণা
> করছি আপনি একনলেজমেন্ট মেইলটি পাননি ।
>
> যেটার শেষ দুই লাইন হচ্ছে ঃ

আপনি
> হয়ত খেয়াল করেননি বা ভুল বুঝে ডেলিভারি স্ট্যাটাসের কথা বলে যাচ্ছেন । ধারণা
> করছি আপনি একনলেজমেন্ট মেইলটি পাননি ।
>
>
সূত্রঃ https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2011-June/009272.html

এবং সেটার রেপ্লাই হিসেবে রিং ভাইয়া লেখেন ঃ

অযথাই আমাকে বোকা কিংবা অসর্তক প্রমানিত করবার অপচেষ্টার শ্রমটুকু বাঁচিয়ে নিয়ে
> সাধারন ব্যবহারকারীদের পাশে দাঁড়ান, দেশের জন্য কাজ করুন।
>
>

এই থ্রেডেও পোস্ট একনলেজমেন্ট সম্পর্কিত কিছু পাওয়া যায়নি । যা পাওয়া গেল তা
হলঃ

ধারনা করবার কোনই দরকার নেই, আমি এই থ্রেডেই একটা মেইলে পরিষ্কার বলে দিয়েছি যে
> এই লিস্টে, বিগত দু'মাসে আমার কোন মেইলই ফেইল করেনি, শুধুমাত্রই এবারের এই দুটো
> ছাড়া এবং কোনরূপ ঘোষনা/সতর্কবার্তা না দিয়েই।
>
> আর "ডেলিভারি ফেইল স্ট্যাটাস যুক্ত" কোন মেসেজ পেয়েছি কিনা? সেটা নিয়ে শাবাবই
> আমাকে প্রশ্ন করেছেন। একটু মনযোগ দিয়ে পূর্বের মেইলগুলো পড়ে নিন।
>
>
আবারো ডেলিভারি ফেইলিউর নোটিশের ক্যাচাল আর সাথে আগের ই-মেইল গুলো পড়ে নেওয়ার
উপদেশ ।

সূত্রঃ https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2011-June/009275.html

রিং ভাইয়া বলতে চাইছেন আমি আপনাকে পেচিয়ে কথা বলেছি । আপনিই মেইল আর্কাইভ দেখে
নিন কখন আপনার কাছে একনলেজমেন্ট চাওয়া হয়েছে আর আপনি কি উত্তর দিয়েছেন আর আসল
উত্তর কখন দিয়েছেন । আপনাকে বোকা বা অসতর্ক আমার প্রমান করার জন্য আমাকে দরকার
নেই  । ব্যাটম্যান মুভির একটা জনপ্রিয় ডায়ালগ আছে - "It's not who I am
underneath, what I do that defines me". আপনি চালাক না বোকা, সতর্ক না অসতর্ক
তা আপনার কর্মকান্ডই তুলে ধরবে ।

আমি যে কথাটি বলেছিলাম তা সরল মনেই বলেছিলাম । আপনি সারাদিন ব্যস্ত থাকেন ।
উবুন্টু বিডি মেইলিং লিস্ট ছাড়াও অনেক মেইলিং লিস্টের সদস্য (উবুন্টুর মূল
সাপোর্ট টিম সহ) । এগুলোতে সবসময়ই অজস্র মেইল আসে । তাই কিছু জিনিস না খেয়াল
করাই স্বাভাবিক । আমরা কেউই দেবতা বা দেবতার কোন রূপ নই যে আমাদের ভুল হবে না ।
এই চিন্তাধারা থেকেই কথাটি লিখেছিলাম । আপনি যদি কষ্ট পেয়ে থাকেন তবে ছোট
হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল ।

-- 
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*


More information about the ubuntu-bd mailing list