[Ubuntu-BD] [অফটপিকের] না পাওয়া ইমেইল বিষয়ক আলোচনা
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Sat Jun 25 02:29:21 UTC 2011
শিপলু ভাই ও মাসনূন কে ধন্যবাদ।
২৫ জুন, ২০১১ ২:৩৭ am এ তে, shiplu <shiplu.net at gmail.com> লিখেছে:
> ....... রিং ভাইয়ের মেইলে যেহেতু লিঙ্ক একটু বেশি ছিল এটা স্প্যাম হিসেবে গন্য
> হতে পারে।
>
সমস্যা হলো যে আমার মেইল দুটো স্প্যাম লিস্টেও নাকি নাই (শাবাব ই এটা উল্লেখ
করেছে)। পুরোই হাওয়া।
> ৎ উবুন্টু-বিডির মেইলিং লিস্টেও আমার কিছু মেইল যায় নি। মেইল না গেলে বা কোন
> রিপ্লাই না পেলে আমি ধরে নেই কেউ রিপ্লাই দেয়ার মত কিছু পায়নি আমার ইমেইলে।
> বেশি সন্দেহ হলে আমিই আমার মেইলের একটা রিপ্লাই পাঠাই। সবসময়ই একনলেজ মেইল পেয়ে
> এসছি। ব্যতিক্রম হয়েছে বলে মনে পড়ে না।
>
উবুন্টু বাংলাদেশ এর মেইলিং লিস্টটা প্রায় মাস দু'য়েক আগে পুনরায় সক্রিয় হবার
পর প্রশাসক-সমন্বয়ক এবং ব্যবহারকারীদের অভিনন্দন জানিয়ে প্রথম যে মেইলটা
দিয়েছিলাম শুধুমাত্র সেটারই "একনলেজমেন্ট" মেইল পেয়েছিলাম। আর কোন মেইলেরই
"একনলেজমেন্ট" মেইলই আসে নাই। আবার "মেইল ডেলিভারি ফেইলিউর নোটিশ" ও আসে নাই।
২৫ জুন, ২০১১ ২:১৫ am এ তে, maSnun <mailbox at masnun.me> লিখেছে:
> দেখুন মেইলিং লিস্ট টি পাইথনে লেখা একটা ক্রন বা ডেমন হিসবে রান করে । এরপর
> একটি নির্দিষ্ট সময় পর পর ইনকামিং মেইলগুলো পার্স করে । এখানে মেইল মিসিং হতেই
> পারে যেহেতু একই ইঞ্জিন অনেক গুলো লিস্ট চালাচ্ছে ।
>
ভাই এই লিস্ট ব্যতীত আর কোন লিস্টেই আমার মেইল স্প্যাম ফিল্টারেও আটকা পড়েনি
কিংবা মুছেও যায়নি। আর এটাই হলো মূখ্য সমস্যা।
> আপনাকে বোকা বা অসতর্ক প্রমাণ করে কারো কোন লাভ আছে কিনা জানি না, আমার নাই
> সেটুকু বলতে পারি। তবে এই সমস্যাটা খুজে বের করায় আপনি গুরুত্বপূর্ন ভূমিকা
> রাখতে পারেন যেহেতু আপনার মেইল মিসিং গেছে। কিন্তু আপনি যদি ইনফেরিওরিটি
> কমপ্লেক্সে ভোগেন তাহলে এই সমস্যার কোন ভাল সমাধান হবে বলে মনে করছি না।
>
দেখুন মাসনূন আমাকে পেঁচিয়ে কথা বলে লাভ নেই। যে কথাটার জবাবে আমি এই কথাগুলো
লিখেছিলাম তা ছিলো >>>
২৫ জুন, ২০১১ ১২:১৫ am এ তে, maSnun <mailbox at masnun.me> লিখেছে:
> .................. আপনি হয়ত খেয়াল করেননি বা ভুল বুঝে ডেলিভারি স্ট্যাটাসের
> কথা বলে যাচ্ছেন।............
>
আর আমি কয়েকবারই জিজ্ঞাসিত তথ্যগুলো জানিয়ে মেইল দেবার পরেও সেগুলো নিয়ে
বিভিন্ন রকমের মন্তব্য করাটা কতটা শোভন আর ভদ্রোচিত তা তো এক .............. ।
আর এই যে, এবারের মেইলেও আপনার ........ এঁড়ো মন্তব্য দেখতে পাচ্ছি।
একটা একনলেজমেন্ট এর ব্যাপারে যতগুলো মেইল চালাচালি হল তা নিঃসন্দেহে অযথা
> পন্ডশ্রম । এরপরেও যদি আপনি আকা বাকা কথা বলেন আর একনলেজমেন্ট মেইল সম্পর্কে
> কোন তথ্য না দেন তাহলে বোধহয় এই ব্যাপারে আর পরিশ্রম না করাই উচিৎ হবে শাবাব
> ভাইয়ের জন্য।
>
জিয়া, আমি, শিপলু ভাই সহ বেশ কিছু ব্যবহারকারীর মেইলই লিস্টে আসে নি, এমনকি
স্প্যাম লিস্টেও না। ধরে নিলাম যে আমারটা স্বাক্ষরজনিত সমস্যায় ফেঁসে গিয়েছিলো
কিন্তু জিয়ারটা সহ বাকিদের টা কি? সমস্যা টা যে লিস্টেই যে কোন কারনে হচ্ছে
এটুকুতো বোঝা যাচ্ছেই।
গতবারে যখন মেইলিং লিস্টটা হুট করেই মডারেশনের আওতায় নেয়া হয়েছিলো তখনও নানান
সমস্যা উদ্ভুত হয়েছিলো এবং সেগুলো উল্লেখ করায় আমি প্রশাসকগনের চোখেই নিন্দিত
হয়ে পড়ি। এবারে একটু অন্যরকমের মজা পাচ্ছি। এবারে সমস্যাটার কথা অবশ্য আমাকে
বলতে হয়নি। বরংচ লিস্টের মেইলকে ব্যক্তিগত মেইল হিসেবে পাঠানোয়, লিস্টের
কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচয় ধরে নিয়ে আলোচনার সুত্রপাত হয়ে গেছে।
তবে ইতোমধ্যেই শাবাব একজন সমন্বয়ক এবং প্রশাসক হিসেবে মূল কর্তৃপক্ষের গোচরে
বিষয়টি এনেছে। আশা করা যায় আসল কারনটা খুঁজে বের করে নেবেন সার্ভার এডমিন আর
সার্ভিস মেইনটেনারবৃন্দ আর আমরা আগামী দিনগুলোয় এহেন সমস্যা থেকে মুক্তি পাবো।
আমার কথায় নানান হেঁয়ালি এবং ব্যঙ্গরসাত্মক বাক্য আর শব্দের প্রয়োগে কাউকে আহত
করে থাকলে দুঃখিত। আসলে একটানা ছয় বছর ইংরেজী সাহিত্যের নিপীড়ন সহ্য করতে করতে,
সাহিত্যের আবেগটা মনের মাঝে চেপে ধরে রাখাই সমস্যা হয়ে যায়। তাই 'খাস বাংলা
পরিস্থিতি'র মাঝেও "স্যাটায়ার" বা "ব্যঙ্গরস" যুক্ত বাক্যের বা শব্দের প্রয়োগে
কথা বলি/লিখি।
এ অধমের গোস্তাকি হোক মাফ
দেশ, প্রযুক্তির সাথে আরো এগিয়ে যাক।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list