[Ubuntu-BD] [অফটপিকের] না পাওয়া ইমেইল বিষয়ক আলোচনা

shiplu shiplu.net at gmail.com
Fri Jun 24 20:37:47 UTC 2011


ৎ একটা ব্যপার দেখলাম, রিং ভাইয়ের মেইলে ৪ টা সফটওয়্যারে হাইপারটেক্স
লিঙ্ক ছিল।  আর সিগনেচারে ছিল ৪ টা। মোট ৮ টা হাইপারটেক্সট এঙ্কর।
অনেক মেইলিং লিস্টই এসব এঙ্কর সাপোর্ট করে না। বেশির ভাগ লিস্টেই কয়টা
লিঙ্কের বেশি হলে স্প্যাম ধরে নিবে তা নির্ধারণ করে দেয়া যাওয়ার কথা। এমন
অবস্থায় কেউ যদি সিগনেচারেই অনেকগুলো লিঙ্ক পাঠায় তাহলে লিঙ্ক পাঠানোর
কোটা পুর্ণ হবার সুযোগ সৃষ্টি হয়। রিং ভাইয়ের মেইলে যেহেতু লিঙ্ক একটু
বেশি ছিল এটা স্প্যাম হিসেবে গন্য হতে পারে।

ৎ আমার সিগনেচারে ২ টা টেক্সট লিঙ্ক (একটা আবার ডেড!!)। পিএইচপির জেনারেল
লিস্টে এই দুটোও সাপোর্ট করে না। আমার সব গুলো লিঙ্কই মুছে তারপর পাঠাতে
হয়। অথচ  অন্যান্য সকল মেইলিং লিস্টে মেইল যায়।  পিএইচপির লিস্টে একটার
বেশি লিংক দিলেই স্প্যাম হয়ে যায়। তবে একটা ব্যাপার ভাল যে কোন মেইল ব্লক
করা হলে একটা জেনারেল FAQ এর লিঙ্ক ধরিয়ে দেয়। সেখানে লিংকের সংখ্যার
ব্যাপারটা বলা থাকে।

ৎ উবুন্টু-বিডির মেইলিং লিস্টেও আমার কিছু মেইল যায় নি। মেইল না গেলে বা
কোন রিপ্লাই না পেলে আমি ধরে নেই কেউ রিপ্লাই দেয়ার মত কিছু পায়নি আমার
ইমেইলে। বেশি সন্দেহ হলে আমিই আমার মেইলের একটা রিপ্লাই পাঠাই। সবসময়ই
একনলেজ মেইল পেয়ে এসছি। ব্যতিক্রম হয়েছে বলে মনে পড়ে না।


-- 
Shiplu Mokadd.im
My talks, http://talk.cmyweb.net
Follow me, http://twitter.com/shiplu
Innovation distinguishes between follower and leader


More information about the ubuntu-bd mailing list