[Ubuntu-BD] উবুন্টু ১১.০৪ এ গ্রাফিক্স ড্রাইভার ইন্সটল করার পর লগইন করা যাচ্ছে না

Md Ashickur Rahman Noor ashickur.noor at gmail.com
Tue Jan 24 18:08:45 UTC 2012


ইন্টেলের ভিজিয়ে হলে তো কোন ড্রাইভার লাগে না। আমারও তো একই সিরিজের ড্রাইভার।
----------------------------------------------------------
Dedicated Linux Forum in Bangladesh <http://goo.gl/238Ck>
2048R/89C932E1 <http://goo.gl/TkP5U>
Volunteer, FOSS Bangladesh <http://fossbd.org/> && Mozilla
Reps<https://wiki.mozilla.org/ReMo>
01611151550




2012/1/24 Fazle Rabbi Dayeen <mailme42 at gmail.com>

> প্রিয় বিং ভাই,
>
> > কমান্ড দিলাম। রিস্টার্ট করলাম। এবার এক গাদা হিজিবিজি লেখা এসে ওখানে আটকে
> > যাচ্ছে!
> এটি ঠিক আগের মেইলে  Jamal Khan লিখেছিলেন-
>
> >nvidia ড্রাইভার আনইন্সটলের পর sudo dpkg-reconfigure xserver-xorg কমান্ডটা
> >চালিয়েছিলেন ?
> এর উত্তরে বলেছি।
>
> > (সাধারনভাবে চালালেও এ লাইনগুলি আসে, কিন্তু এর পরেই গ্রাফিকাল ডেক্সটপটা
> চলে
> > আসে। কিন্তু এখন আটকে গেছে।)
>
> এটি সাধারন সময়ের কথা বলেছি, অর্থাৎ এই সমস্যা যুক্ত অবস্থায় নয়।
>
>
> Junayeed Ahnaf Nirjhor বলেছেন-
> >ওপেন সোর্স মডিউলটাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে?
>
> এই ক্ষেত্রে ব্ল্যাকলিস্টের কথাটি এসেছে।
>
> >আর এরপরেও কাজ না হলে বলেছিলাম সরাসরি ইউনিটি ২ডি ইন্টারফেস ব্যবহার করতে।
> কোন ধরনের গ্রাফিকাল লগইন স্ক্রীনই আসছে না। ২ডি তে কিভাবে যাবো? যেটুকু কাজ
> করতে পারছি সেটা কনসোল দিয়ে।
>
>
> >আমি কিন্তু আপনার ল্যাপির ব্র্যান্ড, মডেল নং এবং হার্ডওয়্যার কনফিগারেশনের
> তথ্যগুলো চেয়েছিলাম।
>
> জিমেইল এর নতুন ইন্টারফেস এর একাধিক মেইলের মধ্যে এই লাইনগুলি কোথাও হারিয়ে
> গেছে। তাই খেয়াল করতে পারিনি বলে দুঃখিত। এখন দিচ্ছি-
>
> CPU: ACER 3810T , Intel core 2 solo,
> SU3500 (1.4GHz, 800 MHz FSB)
>
> VGA: Intel GMA 4500MHD
> 2GB DDR3 Memory
>
>
>
>
> 2012/1/24 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
>
> > প্রিয় ফজলে রাব্বী ডায়েন
> >
> > ২৪ জানুয়ারী, ২০১২ ১২:১৪ am এ তে, Fazle Rabbi Dayeen <mailme42 at gmail.com
> > >লিখেছে:
> >
> > > কমান্ড দিলাম। রিস্টার্ট করলাম। এবার এক গাদা হিজিবিজি লেখা এসে ওখানে
> আটকে
> > > যাচ্ছে!
> > >
> >
> > আপনি কোন নির্দেশনা অনুসারে কাজ করেছিলেন/করেছেন স্পষ্ট করে বলুন।
> >
> >
> > > (সাধারনভাবে চালালেও এ লাইনগুলি আসে, কিন্তু এর পরেই গ্রাফিকাল ডেক্সটপটা
> > চলে
> > > আসে। কিন্তু এখন আটকে গেছে।)
> > >
> >
> > এই থ্রেডের শুরুর দিকে আপনার মেইল থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছিলো যে, আপনি
> কোন
> > গ্রাফিক্যাল ইন্টারফেস পাচ্ছিলেন না। আবার এখানে বলছেন যে গ্রাফিক্যাল
> ডেস্কটপ
> > আসছিলো। আসলে কোনটা হচ্ছে বা হচ্ছিলো একটু ধারাবাহিকভাবে স্পষ্ট করে বলুন।
> >
> > আর আমি কিন্তু আপনাকে কোন ড্রাইভার ব্ল্যাকলিস্টেড করতে উপদেশ/পরামর্শ
> দিইনি।
> > আমি বলেছিলাম আপনার সিস্টেমে যদি Geforce Go 7300/7400 মডেলের গ্রাফিক্স
> > হার্ডওয়্যার থেকে থাকলে সেটা ইউনিটির ডেভেলপার টিম কর্তৃক ব্ল্যাকলিস্টেড
> আছে।
> > আর তাই আপনার আনইন্সটল করা ড্রাইভারটা পুনরায় ইন্সটল করে নিয়ে তাতে কিছু
> হালকা
> > টুইকিং করতে নির্দেশনা দিয়েছিলাম। আর এরপরেও কাজ না হলে বলেছিলাম সরাসরি
> > ইউনিটি ২ডি ইন্টারফেস ব্যবহার করতে।
> >
> > তার চাইতেও গুরুত্বপূর্ন বিষয় হলো যে, আমি কিন্তু আপনার ল্যাপির ব্র্যান্ড,
> > মডেল নং এবং হার্ডওয়্যার কনফিগারেশনের তথ্যগুলো চেয়েছিলাম। ওগুলো না পেলে
> > কিভাবে আপনাকে সঠিক নির্দেশনাটুকু দেবো বলুন তো?
> >
> > আশা করি আপনি নিজের প্রয়োজনেই, সহযোগীতার জন্য নিজ হাতটুকু সঠিক ভঙ্গিমায়
> > এগিয়ে দেবেন। ধন্যবাদ।
> > --
> > রিং
> > +8801671411437
> >
> > মহাসচিব
> > ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
> >
> > প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
> > ২০১১<
> >
> http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals
> > >"
> > ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
> ।।
> > সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> > সদস্য, উবুন্টু
> > বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
>
>
>
> --
> উবুন্টু লাইব্রেরি (Ubuntu /Linux Mint এর নোটবুক) ::
> http://ubuntulibrary.wordpress.com/
>
> আমার ব্লগ-- বাংলাঃ http://sciencecatchup.blogspot.com/
> এবং  ইংরেজিঃ http://sciencecatchup.wordpress.com/
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list