[Ubuntu-BD] উবুন্টু ১১.০৪ এ গ্রাফিক্স ড্রাইভার ইন্সটল করার পর লগইন করা যাচ্ছে না

Fazle Rabbi Dayeen mailme42 at gmail.com
Tue Jan 24 16:37:34 UTC 2012


প্রিয় বিং ভাই,

> কমান্ড দিলাম। রিস্টার্ট করলাম। এবার এক গাদা হিজিবিজি লেখা এসে ওখানে আটকে
> যাচ্ছে!
এটি ঠিক আগের মেইলে  Jamal Khan লিখেছিলেন-

>nvidia ড্রাইভার আনইন্সটলের পর sudo dpkg-reconfigure xserver-xorg কমান্ডটা
>চালিয়েছিলেন ?
এর উত্তরে বলেছি।

> (সাধারনভাবে চালালেও এ লাইনগুলি আসে, কিন্তু এর পরেই গ্রাফিকাল ডেক্সটপটা চলে
> আসে। কিন্তু এখন আটকে গেছে।)

এটি সাধারন সময়ের কথা বলেছি, অর্থাৎ এই সমস্যা যুক্ত অবস্থায় নয়।


Junayeed Ahnaf Nirjhor বলেছেন-
>ওপেন সোর্স মডিউলটাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে?

এই ক্ষেত্রে ব্ল্যাকলিস্টের কথাটি এসেছে।

>আর এরপরেও কাজ না হলে বলেছিলাম সরাসরি ইউনিটি ২ডি ইন্টারফেস ব্যবহার করতে।
কোন ধরনের গ্রাফিকাল লগইন স্ক্রীনই আসছে না। ২ডি তে কিভাবে যাবো? যেটুকু কাজ
করতে পারছি সেটা কনসোল দিয়ে।


>আমি কিন্তু আপনার ল্যাপির ব্র্যান্ড, মডেল নং এবং হার্ডওয়্যার কনফিগারেশনের
তথ্যগুলো চেয়েছিলাম।

জিমেইল এর নতুন ইন্টারফেস এর একাধিক মেইলের মধ্যে এই লাইনগুলি কোথাও হারিয়ে
গেছে। তাই খেয়াল করতে পারিনি বলে দুঃখিত। এখন দিচ্ছি-

CPU: ACER 3810T , Intel core 2 solo,
SU3500 (1.4GHz, 800 MHz FSB)

VGA: Intel GMA 4500MHD
2GB DDR3 Memory




2012/1/24 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>

> প্রিয় ফজলে রাব্বী ডায়েন
>
> ২৪ জানুয়ারী, ২০১২ ১২:১৪ am এ তে, Fazle Rabbi Dayeen <mailme42 at gmail.com
> >লিখেছে:
>
> > কমান্ড দিলাম। রিস্টার্ট করলাম। এবার এক গাদা হিজিবিজি লেখা এসে ওখানে আটকে
> > যাচ্ছে!
> >
>
> আপনি কোন নির্দেশনা অনুসারে কাজ করেছিলেন/করেছেন স্পষ্ট করে বলুন।
>
>
> > (সাধারনভাবে চালালেও এ লাইনগুলি আসে, কিন্তু এর পরেই গ্রাফিকাল ডেক্সটপটা
> চলে
> > আসে। কিন্তু এখন আটকে গেছে।)
> >
>
> এই থ্রেডের শুরুর দিকে আপনার মেইল থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছিলো যে, আপনি কোন
> গ্রাফিক্যাল ইন্টারফেস পাচ্ছিলেন না। আবার এখানে বলছেন যে গ্রাফিক্যাল ডেস্কটপ
> আসছিলো। আসলে কোনটা হচ্ছে বা হচ্ছিলো একটু ধারাবাহিকভাবে স্পষ্ট করে বলুন।
>
> আর আমি কিন্তু আপনাকে কোন ড্রাইভার ব্ল্যাকলিস্টেড করতে উপদেশ/পরামর্শ দিইনি।
> আমি বলেছিলাম আপনার সিস্টেমে যদি Geforce Go 7300/7400 মডেলের গ্রাফিক্স
> হার্ডওয়্যার থেকে থাকলে সেটা ইউনিটির ডেভেলপার টিম কর্তৃক ব্ল্যাকলিস্টেড আছে।
> আর তাই আপনার আনইন্সটল করা ড্রাইভারটা পুনরায় ইন্সটল করে নিয়ে তাতে কিছু হালকা
> টুইকিং করতে নির্দেশনা দিয়েছিলাম। আর এরপরেও কাজ না হলে বলেছিলাম সরাসরি
> ইউনিটি ২ডি ইন্টারফেস ব্যবহার করতে।
>
> তার চাইতেও গুরুত্বপূর্ন বিষয় হলো যে, আমি কিন্তু আপনার ল্যাপির ব্র্যান্ড,
> মডেল নং এবং হার্ডওয়্যার কনফিগারেশনের তথ্যগুলো চেয়েছিলাম। ওগুলো না পেলে
> কিভাবে আপনাকে সঠিক নির্দেশনাটুকু দেবো বলুন তো?
>
> আশা করি আপনি নিজের প্রয়োজনেই, সহযোগীতার জন্য নিজ হাতটুকু সঠিক ভঙ্গিমায়
> এগিয়ে দেবেন। ধন্যবাদ।
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
> ২০১১<
> http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals
> >"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
উবুন্টু লাইব্রেরি (Ubuntu /Linux Mint এর নোটবুক) ::
http://ubuntulibrary.wordpress.com/

আমার ব্লগ-- বাংলাঃ http://sciencecatchup.blogspot.com/
এবং  ইংরেজিঃ http://sciencecatchup.wordpress.com/


More information about the ubuntu-bd mailing list