[Ubuntu-BD] উবুন্টু ১১.০৪ এ গ্রাফিক্স ড্রাইভার ইন্সটল করার পর লগইন করা যাচ্ছে না
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Tue Jan 24 10:20:39 UTC 2012
প্রিয় ফজলে রাব্বী ডায়েন
২৪ জানুয়ারী, ২০১২ ১২:১৪ am এ তে, Fazle Rabbi Dayeen <mailme42 at gmail.com>লিখেছে:
> কমান্ড দিলাম। রিস্টার্ট করলাম। এবার এক গাদা হিজিবিজি লেখা এসে ওখানে আটকে
> যাচ্ছে!
>
আপনি কোন নির্দেশনা অনুসারে কাজ করেছিলেন/করেছেন স্পষ্ট করে বলুন।
> (সাধারনভাবে চালালেও এ লাইনগুলি আসে, কিন্তু এর পরেই গ্রাফিকাল ডেক্সটপটা চলে
> আসে। কিন্তু এখন আটকে গেছে।)
>
এই থ্রেডের শুরুর দিকে আপনার মেইল থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছিলো যে, আপনি কোন
গ্রাফিক্যাল ইন্টারফেস পাচ্ছিলেন না। আবার এখানে বলছেন যে গ্রাফিক্যাল ডেস্কটপ
আসছিলো। আসলে কোনটা হচ্ছে বা হচ্ছিলো একটু ধারাবাহিকভাবে স্পষ্ট করে বলুন।
আর আমি কিন্তু আপনাকে কোন ড্রাইভার ব্ল্যাকলিস্টেড করতে উপদেশ/পরামর্শ দিইনি।
আমি বলেছিলাম আপনার সিস্টেমে যদি Geforce Go 7300/7400 মডেলের গ্রাফিক্স
হার্ডওয়্যার থেকে থাকলে সেটা ইউনিটির ডেভেলপার টিম কর্তৃক ব্ল্যাকলিস্টেড আছে।
আর তাই আপনার আনইন্সটল করা ড্রাইভারটা পুনরায় ইন্সটল করে নিয়ে তাতে কিছু হালকা
টুইকিং করতে নির্দেশনা দিয়েছিলাম। আর এরপরেও কাজ না হলে বলেছিলাম সরাসরি
ইউনিটি ২ডি ইন্টারফেস ব্যবহার করতে।
তার চাইতেও গুরুত্বপূর্ন বিষয় হলো যে, আমি কিন্তু আপনার ল্যাপির ব্র্যান্ড,
মডেল নং এবং হার্ডওয়্যার কনফিগারেশনের তথ্যগুলো চেয়েছিলাম। ওগুলো না পেলে
কিভাবে আপনাকে সঠিক নির্দেশনাটুকু দেবো বলুন তো?
আশা করি আপনি নিজের প্রয়োজনেই, সহযোগীতার জন্য নিজ হাতটুকু সঠিক ভঙ্গিমায়
এগিয়ে দেবেন। ধন্যবাদ।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
২০১১<http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list