[Ubuntu-BD] zte ac682 modem in ubuntu 10.04 (2.6.32-21-generic)
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Fri Jan 20 18:14:59 UTC 2012
প্রিয় বাবলু কিশোর ভাই
২০ জানুয়ারী, ২০১২ ৪:১৪ pm এ তে, BABLU KISHOR <bablukishor52 at yahoo.com>লিখেছে:
> সাজেদুর রহিম ভাই,
>
আমার ডাকনাম 'রিং'। আমাকে 'রিং' নামে ডাকলে বেশী স্বাচ্ছন্যন্দবোধ করবো।
> বিষয়টি আমার অজ্ঞতাপ্রসূত এবং অনিচ্ছাকৃত ভুল।আমি তো computer অনেকটা হাতড়ে
> হাতড়ে শিখেছি- হাতুড়েও বলতে পারেন, যার জন্য কিছু অনিচ্ছাকৃত প্রমাদ ঘটিয়ে
> বসি।
ব্যাপার না। আপনাকে এ বিষয়ে যথেষ্ট সহযোগীতা আর আন্তরিকতার মাধ্যমে এগিয়ে নিতে
আমরা তো রয়েইছি।
> আমার wvdial configuration-টা হুবহু সুমন ভাইয়ের টিউটোরিয়াল থেকে copy & past.
> [Dialer citycell]
> Init1 = ATZ
> Init2 = ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
> Stupid Mode = 1
> Modem Type = Analog Modem
> Command Line = ATDT
> ISDN = 0
> New PPPD = yes
> Phone = #777sudo
> Modem = /dev/ttyUSB0
> Username = waps
> Password = waps
> Baud = 460800
>
> সাজেশন থাকলে জানাবেন।
>
আপনি #777sudo থেকে sudo টুকু বাদ দিয়ে সেটিংস সেভ করে নিয়ে করে ডায়াল করে
দেখেন তো। কি হয়?
ধন্যবাদ।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
২০১১<http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list