[Ubuntu-BD] zte ac682 modem in ubuntu 10.04 (2.6.32-21-generic)
Ajom Mahmud
ajomraj at gmail.com
Fri Jan 20 10:35:31 UTC 2012
আশা করি সমাধান হয়ে যাবে। কারণ আমারও এক সময়
wvdial configuration করার সময় খুব সমস্যা হয়েছিলো। এবং সুমন ভাই ও রিং ভাই এর
সহযোগীতায়
অবশেষে মডেমটি কানেক্ট করতে পেরেছিলাম।
আশাকরি আপনিও সফল হবেন।
2012/1/20 BABLU KISHOR <bablukishor52 at yahoo.com>
> সাজেদুর রহিম ভাই,
>
> বিষয়টি আমার অজ্ঞতাপ্রসূত এবং অনিচ্ছাকৃত ভুল।আমি তো computer অনেকটা হাতড়ে
> হাতড়ে শিখেছি- হাতুড়েও বলতে পারেন, যার জন্য কিছু অনিচ্ছাকৃত প্রমাদ ঘটিয়ে
> বসি। আমার wvdial configuration-টা হুবহু সুমন ভাইয়ের টিউটোরিয়াল থেকে copy &
> past.
> [Dialer citycell]
> Init1 = ATZ
> Init2 = ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
> Stupid Mode = 1
> Modem Type = Analog Modem
> Command Line = ATDT
> ISDN = 0
> New PPPD = yes
> Phone = #777sudo
> Modem = /dev/ttyUSB0
> Username = waps
> Password = waps
> Baud = 460800
>
> সাজেশন থাকলে জানাবেন।
>
>
>
> ________________________________
> From: সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
> To: BABLU KISHOR <bablukishor52 at yahoo.com>; Ubuntu Bangladesh <
> ubuntu-bd at lists.ubuntu.com>
> Sent: Friday, January 20, 2012 1:19 AM
> Subject: Re: [Ubuntu-BD] zte ac682 modem in ubuntu 10.04
> (2.6.32-21-generic)
>
>
> ভাই বাবলু কিশোর
>
> আপনাকে বলেছিলাম ভিন্ন ভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন টপিকের শিরোনাম দিয়ে থ্রেড
> লিখতে। আপনি সেখানে এই মডেম নিয়ে এ অবদি চারটা থ্রেড খুলে ফেলেছেন।
>
> যাই হোক এখন থেকে এই থ্রেডেই এই বিষয়ে লিখুন। এই মডেমটার বিষয় নিয়ে আর কোন
> নতুন থ্রেড খুলবেন না যেনো।
>
> আপনার এই মেইলটা দেখে এতটুকু ধারনা করতে পারছি যে, আপনি wvdial এর
> কনফিগারেশনে কোথাও কোন ভুল করেছেন। ফোরামের জাহিদ ভাইয়ের পোষ্টে দেয়া সেই
> কনফিগারেশনটুকুর সাথে মিলিয়ে নিয়ে দেখুন তো। আশা করি সমাধা হয়ে যাবে।
>
> ধন্যবাদ।
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১" ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র
> ব্লগ ।। সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ ।। সদস্য, উবুন্টু বাংলাদেশ
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list