[Ubuntu-BD] zte ac682 modem in ubuntu 10.04 (2.6.32-21-generic)

Md Ashickur Rahman Noor ashickur.noor at gmail.com
Sat Jan 21 06:53:01 UTC 2012


এত জটিল উপায়ে মডেম কানেক্ট করতে হয় দেখলে মনে হয় অনেকেই লিনাক্স ছেড়ে দৌড়াবে?

বাবলু ভাই আপনি কি আমার দেওয়া কাস্টমাইজ উবুন্টু চালান? চালালে তাতে মডেম কোন
কিছু পরিবর্তন না করেই চলার কথা।

ভাইয়া এখানে দেখেন
http://forum.projanmo.com/topic15688.html
----------------------------------------------------------
Dedicated Linux Forum in Bangladesh <http://goo.gl/238Ck>
2048R/89C932E1 <http://goo.gl/TkP5U>
Volunteer, FOSS Bangladesh <http://fossbd.org/> && Mozilla
Reps<https://wiki.mozilla.org/ReMo>
01611151550




2012/1/21 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>

> প্রিয় বাবলু কিশোর ভাই
>
> ২০ জানুয়ারী, ২০১২ ৪:১৪ pm এ তে, BABLU KISHOR <bablukishor52 at yahoo.com
> >লিখেছে:
>
> > সাজেদুর রহিম ভাই,
> >
>
> আমার ডাকনাম 'রিং'। আমাকে 'রিং' নামে ডাকলে বেশী স্বাচ্ছন্যন্দবোধ করবো।
>
>
> > বিষয়টি আমার অজ্ঞতাপ্রসূত এবং অনিচ্ছাকৃত ভুল।আমি তো computer অনেকটা হাতড়ে
> > হাতড়ে শিখেছি- হাতুড়েও বলতে পারেন, যার জন্য কিছু অনিচ্ছাকৃত প্রমাদ ঘটিয়ে
> > বসি।
>
>
> ব্যাপার না। আপনাকে এ বিষয়ে যথেষ্ট সহযোগীতা আর আন্তরিকতার মাধ্যমে এগিয়ে নিতে
> আমরা তো রয়েইছি।
>
>
> > আমার wvdial configuration-টা হুবহু সুমন ভাইয়ের টিউটোরিয়াল থেকে copy &
> past.
> > [Dialer citycell]
> > Init1 = ATZ
> > Init2 = ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
> > Stupid Mode = 1
> > Modem Type = Analog Modem
> > Command Line = ATDT
> > ISDN = 0
> > New PPPD = yes
> > Phone = #777sudo
> > Modem = /dev/ttyUSB0
> > Username = waps
> > Password = waps
> > Baud = 460800
> >
> > সাজেশন থাকলে জানাবেন।
> >
>
> আপনি #777sudo থেকে sudo টুকু বাদ দিয়ে সেটিংস সেভ করে নিয়ে করে ডায়াল করে
> দেখেন তো। কি হয়?
>
> ধন্যবাদ।
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
> ২০১১<
> http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals
> >"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list