[Ubuntu-BD] নতুন বছরের প্রথম সপ্তাহে কি করলেন?
Shahriar Tariq
shahriar at linux.org.bd
Fri Jan 6 14:06:04 UTC 2012
আহ নতুন বছরের শুভেচ্ছা তো সবাইকে জানাতে পারলাম না। দুঃখ দুঃখ কিন্তু তার পরও
এখন জিজ্ঞাসা করছি নতুন বছরের প্রথম সপ্তাহ কেমন গেলো আপনাদের?
আমার নতুন বছর মোটামোটি ভালোই শুরু হয়েছে। ৩১ তারিখ রাতে তো ছাদে বার-বি-কিউ
রান্না আর খাওয়া দাওয়া। এরপর থেকে তো টানা অফিস।
তার মাঝেও দুটো উল্লেখযোগ্য ঘটনা, এক এমবিএ-তে ভর্তি হচ্ছি আর দুই চাকরীজীবনে
কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।
যাই হোক এসব তো বোরিং কথা। কারও কি ইন্টারেস্টিং কোন ঘটনা নাই আমাদের মাঝে
ভাগাভাগি করার জন্য?
-
শাহরিয়ার
(আমি সাক্ষরতা জ্ঞান সম্পন্ন তা প্রমাণের জন্য সাক্ষর দিলাম)
More information about the ubuntu-bd
mailing list