[Ubuntu-BD] Offtopic

Shabab Mustafa shabab at linux.org.bd
Wed Sep 28 11:08:07 UTC 2011


@Sazzad,

কিছু স্ট্যাটিসটিক্স দিই, তাহলেই বুঝবেন বিরক্ত হবার কারণ কি। আপনার সেই Like
লেখা মেইলে আপনি লাইন ব্যবহার করেছেন 623 টি যার মধ্যে 5603 বার Like শব্দটি
লিখেছেন। এর প্লেইন টেকস্ট সাইজ 44.8 কিলোবাইট। আপনাকে বুঝতে হবে যে এটা
ব্যক্তিগত মেইল নয়, পাবলিক মেইল লিস্ট। আপনার মেইলটি কয়েকশত লোকের মেইল বক্সে
গিয়ে পৌঁছবে। ৬২৩ লাইন কোন কাজ ছাড়াই শুধু Like লেখা মেইল কারো মেইল বক্সে তারা
খুশি না ও হতে পারেন। ব্যাপারটা অনেকটা বিয়ে বাড়ির ফূর্তির মত ভাবতে পারেন।
আপনার বাড়ির বিয়ের ফূর্তিতে আপনি সারারাত ছাদে মাইক বাজিয়ে ডিজে পার্টি করে
নাচানাচি করলে তাতে আপনার ফূর্তি ঠিকমত হলেও আশেপাশের আরো ৫০ বাড়ির লোকেদের ঘুম
আপনি নষ্ট হচ্ছে। অন্য লোকের অসুবিধা করে ফূর্তি আপনি করতেই পারেন, কিন্তু সেই
ফূর্তিতে তারাও আপনার সাথে নাচবে এমনটা ভাবা কি হবে?

অনেক বেশি ফূর্তি প্রকাশ করতে আমরা কিছু কিছু শব্দ ব্যবহার করে থাকি। যেমন,
গিগালাইক, সুপার‌লাইক, লাইক^infinity ইত্যাদি। কেউ কেউ আবার এই খুশির বিষয়ে
ছবিও এঁকেও শেয়ার করেন। আপনিও চাইলে এর পরেরবার থেকে ৫৬০৩ বার লাইক বলার জন্য
এত কষ্ট না করে (Like * 5603) ব্যবহার করতে পারেন। আমরা বুঝে নেব আপনার লাইকের
মাত্রা কেমন।

ধন্যবাদ।

---
Shabab Mustafa



On Wed, Sep 28, 2011 at 11:16 AM, Sazzad Hossain <sazzadais at gmail.com>wrote:

> jodi kon kichute [related with linux] amar beshi valo lage taile seta
> prokash kora te dekhta chi sobi .... kheipa gechen..SORRY....doya kore keo
> ki emon kono kichur LINk diben jekha ne emon SCHOOL er moton RULES &RUGU.
> er
> balai nai?
>
> --
> Sazzad Hossain
> https://www.moneybookers.com/app/?rid=19852903
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list