[Ubuntu-BD] Offtopic

sagir khan sagir42 at gmail.com
Wed Sep 28 13:17:09 UTC 2011


তার এক বড় লাইক দেখে আমিও বিরক্ত হয়েছিলাম। কারন আমাকে কোন কারন ছাড়াই অনেকখন
স্ক্রোল করতে হয়েছে। এটি কারো ভাল লাগার কথা না।

২৮ সেপ্টেম্বর, ২০১১ ৫:০৮ pm এ তে, Shabab Mustafa <shabab at linux.org.bd>লিখেছে:

> @Sazzad,
>
> কিছু স্ট্যাটিসটিক্স দিই, তাহলেই বুঝবেন বিরক্ত হবার কারণ কি। আপনার সেই Like
> লেখা মেইলে আপনি লাইন ব্যবহার করেছেন 623 টি যার মধ্যে 5603 বার Like শব্দটি
> লিখেছেন। এর প্লেইন টেকস্ট সাইজ 44.8 কিলোবাইট। আপনাকে বুঝতে হবে যে এটা
> ব্যক্তিগত মেইল নয়, পাবলিক মেইল লিস্ট। আপনার মেইলটি কয়েকশত লোকের মেইল বক্সে
> গিয়ে পৌঁছবে। ৬২৩ লাইন কোন কাজ ছাড়াই শুধু Like লেখা মেইল কারো মেইল বক্সে
> তারা
> খুশি না ও হতে পারেন। ব্যাপারটা অনেকটা বিয়ে বাড়ির ফূর্তির মত ভাবতে পারেন।
> আপনার বাড়ির বিয়ের ফূর্তিতে আপনি সারারাত ছাদে মাইক বাজিয়ে ডিজে পার্টি করে
> নাচানাচি করলে তাতে আপনার ফূর্তি ঠিকমত হলেও আশেপাশের আরো ৫০ বাড়ির লোকেদের
> ঘুম
> আপনি নষ্ট হচ্ছে। অন্য লোকের অসুবিধা করে ফূর্তি আপনি করতেই পারেন, কিন্তু সেই
> ফূর্তিতে তারাও আপনার সাথে নাচবে এমনটা ভাবা কি হবে?
>
> অনেক বেশি ফূর্তি প্রকাশ করতে আমরা কিছু কিছু শব্দ ব্যবহার করে থাকি। যেমন,
> গিগালাইক, সুপার‌লাইক, লাইক^infinity ইত্যাদি। কেউ কেউ আবার এই খুশির বিষয়ে
> ছবিও এঁকেও শেয়ার করেন। আপনিও চাইলে এর পরেরবার থেকে ৫৬০৩ বার লাইক বলার জন্য
> এত কষ্ট না করে (Like * 5603) ব্যবহার করতে পারেন। আমরা বুঝে নেব আপনার লাইকের
> মাত্রা কেমন।
>
> ধন্যবাদ।
>
> ---
> Shabab Mustafa
>
>
>
> On Wed, Sep 28, 2011 at 11:16 AM, Sazzad Hossain <sazzadais at gmail.com
> >wrote:
>
> > jodi kon kichute [related with linux] amar beshi valo lage taile seta
> > prokash kora te dekhta chi sobi .... kheipa gechen..SORRY....doya kore
> keo
> > ki emon kono kichur LINk diben jekha ne emon SCHOOL er moton RULES &RUGU.
> > er
> > balai nai?
> >
> > --
> > Sazzad Hossain
> > https://www.moneybookers.com/app/?rid=19852903
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list