[Ubuntu-BD] Offtopic

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Wed Sep 28 05:42:42 UTC 2011


প্রিয় সাজ্জাদ হোসাইন ভাই

আপনি একটা পরিবারে আছেন। যে পরিবারের দশজন সদস্যের মত দশরকমের। আপনার মত
প্রকাশের স্বাধীনতা যেমনটি রয়েছে ঠিক তেমনটিই রয়েছে বাকী সবার। কিন্তু আমাদের
কে এই "স্বাধীনতা" শব্দটির অপপ্রয়োগ বা অযাচিত ব্যবহার করা থেকে নিজেকে সাবধান
রাখতে হবে। আমার মত প্রকাশের ধরনে কিংবা প্রকাশিত মতামত যেনো অন্যের মতামতকে
আহত না করে সেটাই এই মুক্ত ও স্বাধীন পরিবারের মূলনীতি।

আশা রাখি আমরা সবাই, সবার মত, "স্বাধীন"ভাবে প্রকাশ করতে, সচেষ্ট থাকবো এবং
আগামীদিনে আমাদের এই পরিবার আরো বিশাল হয়ে উঠবে। ধন্যবাদ।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
২০১১<http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list