[Ubuntu-BD] উবুন্টু ১২.০৪-এ বাংলালায়ন/কিউবি মডেম সাপোর্ট প্রসঙ্গে
Goutam Roy
gtmroy at gmail.com
Mon Nov 7 10:46:31 UTC 2011
অনেক ধন্যবাদ আদনান ভাই। তার মানে দাঁড়াচ্ছে উবুন্টুতে থাকতে চাইলে
আমাকেই মডেম বদলাতে হবে। :(
তার চাইতে মিনহাজুল হক শাওন ভাই ও অনিরুদ্ধ দা কে অনুরোধ জানাবো উবুন্টু
১২.০৪-এর জন্য ড্রাইভার বানাতে। এতোটা যখন করতে পেরেছেন, নিশ্চয়ই আরেকটু
কাজ করতেই পারবেন।
ধন্যবাদ।
গৌতম
On 11/6/11, M. Adnan Quaium <adnan.quaium at ubuntu-bd.org> wrote:
> প্রথমেই বলে নিই - আমি কখনোই কোন পোর্টেবল মডেম ব্যবহার করিনি। তাই সিটিসেল,
> গ্রামীন, বাংলালায়ন বা কিউবি - কোনটারই ব্যবহার করার কোন অভিজ্ঞতা আমার নেই!
>
> আমি গতবছরের শেষ দিকে একবার কয়েকজন উবুন্টু ডেভেলপারদের সাথে কথা বলেছিলাম।
> বিষয় ছিল সিটিসেলের জুম বা জুম-আল্ট্রা'র সাপোর্ট নিয়ে। তাদের সাথে কথা বলে যা
> বুঝেছিলাম যে, সেইসময় সিটিসেল নন-স্ট্যান্ডার্ড মডেম ব্যবহার করত। যদি
> স্ট্যান্ডার্ড কোন মডেম হত তাহলে ডেভেলপাররা সেটা অবশ্যই উবুন্টুতে ঢুকিয়ে
> দিত, কিন্তু নন-স্ট্যান্ডার্ড মডেম বলে তাদের সেসময় কোন আগ্রহ ছিলনা। অবশ্য
> আমিও পরে সেটা নিয়ে তাদের সাথে আর কথা বলিনি। (পরে অবশ্য ওরা সিটিসেলের
> সাপোর্ট দিয়েছিল কী না আমার জানা নেই)
>
> বাংলালায়ন বা কিউবিও সম্ভবত ননস্ট্যান্ডার্ড মডেম ব্যবহার করে। যদি তাই-ই হয়
> তবে সেক্ষেত্রে মনে হয়না উবুন্টু ডেবেলপারদের সাপোর্ট পাওয়া যাবে। কারণ
> বাংলালায়ন বা কিউবি একেকবার একেক কোম্পানির ডিভাইস আনবে, আর প্রতিবারই তাদের
> কোড পাল্টাতে হবে - এমন ঝামেলায় কেউ-ই যাবেনা। তাছাড়া বাংলালায়ন বা কিউবি'র
> মডেম কানেকশনে সম্ভবত মোট ইউসেজ ইত্যাদি বিভিন্ন ইনফরমেশন এক জায়গায় দেখায়,
> অর্থাৎ সবকিছু মনিটর করার জন্য একটা সফটওয়্যার আছে এবং সফটওয়্যারটি ওদের
> হোমব্র্যুড যেটা উবুন্টুতে ডেভেলপাররা তৈরি করে দেবেনা। তাই উবুন্টুতে মডেম
> ব্যবহার করলেও ঐ সফটওয়্যারটি পাওয়া যাবেনা। বরং বাংলালায়ন ও কিউবি'র
> হোমরাচোমড়াদের সাথে যদি কারও পরিচয় থেকে থাকে সেক্ষেত্রে তাদেরকে প্রাভিবত করে
> উবুন্টুর জন্য ড্রাইভার লিখিয়ে নেয়া যেতে পারে।
>
> এখন বাংলালায়ন বা কিউবি'র হোমরাচোমড়াদের সাথে পরিচয় আছে এমন কেউ কি আছেন?
>
>
>
>
>
> 2011/11/5 Goutam Roy <gtmroy at gmail.com>
>
>> আমার মতো অনেকেই বাংলালায়ন/কিউবি মডেম ব্যবহার করার কারণে নেট ব্যবহারের
>> সময় উবুন্টু ব্যবহার করতে পারি না। যদিও কিছুদিন আগে শাওন ভাই ও অনিরুদ্ধ
>> দা এর একটি সমাধান বের করেছেন, কিন্তু সেটি দিয়ে আমার কাজ হয় নি। আমি
>> বর্তমানে উবুন্টু ১০.০৪ ব্যবহার করছি এবং ইচ্ছে আছে ১২.০৪ আসার পর সেটি
>> ব্যবহার করার। এখন যদি ১২.০৪ ভার্সনে বাংলালায়ন মডেম ব্যবহার করে নেট
>> ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এ জন্য কি আগেভাগেই উবুন্টু কর্তৃপক্ষকে এই
>> বিষয়টি জানিয়ে রাখার প্রয়োজন আছে? আপনাদের পরামর্শ ও মতামত দরকার।
>>
>> গৌতম
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
>
>
> --
> M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
--
More information about the ubuntu-bd
mailing list