[Ubuntu-BD] উবুন্টু ১২.০৪-এ বাংলালায়ন/কিউবি মডেম সাপোর্ট প্রসঙ্গে

A.B.M.Shamsuzzaman Sadi abmsadi06 at gmail.com
Mon Nov 7 14:20:40 UTC 2011


Bro goutam its compeletely impossible to make kernel module without
the s0urce code for that chip which they use in the modem. First of
all greenpacket device use chip from mediatak inc. Mediatak provide
there binary driver for ubuntu 9.04's kernel only. Now they declar
that is a dead project and they neighter provide binary file for
driver nor source code. So its useless to think about that and if u
refer me about banglalion well for kind info they provide source code
to make a driver for that chip. Thanks a lot.

On 11/7/11, Goutam Roy <gtmroy at gmail.com> wrote:
> অনেক ধন্যবাদ আদনান ভাই। তার মানে দাঁড়াচ্ছে উবুন্টুতে থাকতে চাইলে
> আমাকেই মডেম বদলাতে হবে। :(
>
> তার চাইতে মিনহাজুল হক শাওন ভাই ও অনিরুদ্ধ দা কে অনুরোধ জানাবো উবুন্টু
> ১২.০৪-এর জন্য ড্রাইভার বানাতে। এতোটা যখন করতে পেরেছেন, নিশ্চয়ই আরেকটু
> কাজ করতেই পারবেন।
>
> ধন্যবাদ।
>
> গৌতম
>
>
>
> On 11/6/11, M. Adnan Quaium <adnan.quaium at ubuntu-bd.org> wrote:
>> প্রথমেই বলে নিই - আমি কখনোই কোন পোর্টেবল মডেম ব্যবহার করিনি। তাই সিটিসেল,
>> গ্রামীন, বাংলালায়ন বা কিউবি - কোনটারই ব্যবহার করার কোন অভিজ্ঞতা আমার নেই!
>>
>> আমি গতবছরের শেষ দিকে একবার কয়েকজন উবুন্টু ডেভেলপারদের সাথে কথা বলেছিলাম।
>> বিষয় ছিল সিটিসেলের জুম বা জুম-আল্ট্রা'র সাপোর্ট নিয়ে। তাদের সাথে কথা বলে
>> যা
>> বুঝেছিলাম যে, সেইসময় সিটিসেল নন-স্ট্যান্ডার্ড মডেম ব্যবহার করত। যদি
>> স্ট্যান্ডার্ড কোন মডেম হত তাহলে ডেভেলপাররা সেটা অবশ্যই উবুন্টুতে ঢুকিয়ে
>> দিত, কিন্তু নন-স্ট্যান্ডার্ড মডেম বলে তাদের সেসময় কোন আগ্রহ ছিলনা। অবশ্য
>> আমিও পরে সেটা নিয়ে তাদের সাথে আর কথা বলিনি। (পরে অবশ্য ওরা সিটিসেলের
>> সাপোর্ট দিয়েছিল কী না আমার জানা নেই)
>>
>> বাংলালায়ন বা কিউবিও সম্ভবত ননস্ট্যান্ডার্ড মডেম ব্যবহার করে। যদি তাই-ই হয়
>> তবে সেক্ষেত্রে মনে হয়না উবুন্টু ডেবেলপারদের সাপোর্ট পাওয়া যাবে। কারণ
>> বাংলালায়ন বা কিউবি একেকবার একেক কোম্পানির ডিভাইস আনবে, আর প্রতিবারই তাদের
>> কোড পাল্টাতে হবে - এমন ঝামেলায় কেউ-ই যাবেনা। তাছাড়া বাংলালায়ন বা কিউবি'র
>> মডেম কানেকশনে সম্ভবত মোট ইউসেজ ইত্যাদি বিভিন্ন ইনফরমেশন এক জায়গায় দেখায়,
>> অর্থাৎ সবকিছু মনিটর করার জন্য একটা সফটওয়্যার আছে এবং সফটওয়্যারটি ওদের
>> হোমব্র্যুড যেটা উবুন্টুতে ডেভেলপাররা তৈরি করে দেবেনা। তাই উবুন্টুতে মডেম
>> ব্যবহার করলেও ঐ সফটওয়্যারটি পাওয়া যাবেনা। বরং বাংলালায়ন ও কিউবি'র
>> হোমরাচোমড়াদের সাথে যদি কারও পরিচয় থেকে থাকে সেক্ষেত্রে তাদেরকে প্রাভিবত
>> করে
>> উবুন্টুর জন্য ড্রাইভার লিখিয়ে নেয়া যেতে পারে।
>>
>> এখন বাংলালায়ন বা কিউবি'র হোমরাচোমড়াদের সাথে পরিচয় আছে এমন কেউ কি আছেন?
>>
>>
>>
>>
>>
>> 2011/11/5 Goutam Roy <gtmroy at gmail.com>
>>
>>> আমার মতো অনেকেই বাংলালায়ন/কিউবি মডেম ব্যবহার করার কারণে নেট ব্যবহারের
>>> সময় উবুন্টু ব্যবহার করতে পারি না। যদিও কিছুদিন আগে শাওন ভাই ও অনিরুদ্ধ
>>> দা এর একটি সমাধান বের করেছেন, কিন্তু সেটি দিয়ে আমার কাজ হয় নি। আমি
>>> বর্তমানে উবুন্টু ১০.০৪ ব্যবহার করছি এবং ইচ্ছে আছে ১২.০৪ আসার পর সেটি
>>> ব্যবহার করার। এখন যদি ‌১২.০৪ ভার্সনে বাংলালায়ন মডেম ব্যবহার করে নেট
>>> ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এ জন্য কি আগেভাগেই উবুন্টু কর্তৃপক্ষকে এই
>>> বিষয়টি জানিয়ে রাখার প্রয়োজন আছে? আপনাদের পরামর্শ ও মতামত দরকার।
>>>
>>> গৌতম
>>> --
>>> Ubuntu Bangladesh
>>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>>
>>
>>
>> --
>> M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
> --
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list