[Ubuntu-BD] So, what's yuor take on 11.10?
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Wed Nov 2 12:21:58 UTC 2011
প্রিয় মাসনূন
২ নভেম্বর, ২০১১ ১১:২১ am এ তে, maSnun <masnun at gmail.com> লিখেছে:
>
> আপনার কি ধরনের সমস্যা হয়েছে জানি না কিন্তু ফেডোরা ১৫ তে আমার বাংলা
> রেন্ডারিং এ কোন সমস্যা চোখে পড়েনি ।
>
মেন্যু আইটেমসহ সিস্টেমবার ও অ্যাপ্লেটগুলোয় বাংলা অ্যাপ্লাই করুন। "সমস্যা"টা
আশা করি বোধগম্য হবে।
প্রিয় সগীর ভাই
২ নভেম্বর, ২০১১ ৩:০১ pm এ তে, sagir khan <sagir42 at gmail.com> লিখেছে:
> ৩. একের অধিক উইন্ডো খুললে সেগুলো Home Folder এর অধীনে চলে যায়। কোন একটি
> ইনএকটিভ উইন্ডোতে যেতে হলে আগে সেখান ক্লিক করে ইউন্ডোগুলোর তালিকা থেকে
> পছন্দের উইন্ডোতে যেতে হয়।
>
Alt+Tab কী এর যুক্ত ব্যবহার করুন।
> এই সমস্যাগুলো বাদে ইউনিটি আমার কাছে বস লেগেছে।
>
টাচস্ক্রীন মনিটর/কোন ডিভাইস ব্যবহার করে উবুন্টু ১১.১০ ব্যবহার করে দেখুন।
মনে হবে ইউনিটির এই সমস্যাগুলোই ইউনিটির সবচাইতে সুবিধাজনক দিক। ইউনিটি'র মূল
লক্ষ্যই হলো টাচ এনাবলড ডিভাইসগুলোকে নিয়ে দৌড়ানো। আগামীর +++ প্রযুক্তি,
বর্তমানের জন্য উদ্ভুতুড়ে মনে হতেই পারে।
যাই হোক, উবুন্টু বা মুক্ত কোন প্রযুক্তির জন্য আমার আবেগ একটু বেশী বেশী।
এজন্যেই হয়তো কিছু বাড়তি কথা লিখি। কারো মনঃকষ্ট বা বিরক্তির উদ্রেগ করে থাকলে
দুঃখিত।
ধন্যবাদ সবাইকে।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
২০১১<http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list