[Ubuntu-BD] So, what's yuor take on 11.10?
Junayeed Ahnaf Nirjhor
zombiegenerator at aol.com
Wed Nov 2 12:49:57 UTC 2011
কেউ কখনো টাচ এনাবলড কোন "কম্পিউটার" ব্যবহার করেছেন? আমি একবার HP এর একটা "কম্পিউটার" ব্যবহার করেছিলাম ২০০৯ এ। পুরাই জেমস বন্ডের মুভির মত :P
আমি কিন্তু ট্যাবলেট এর কথা বলি নাই। আসল কম্পিউটার যা কিনা সাজেদুর ভাই বললেন এক্ষণই।
Godspeed –
Junayeed Ahnaf Nirjhor
Twitter - @Nirjhor
> -----Original Message-----
> From: ubuntu-bd-bounces at lists.ubuntu.com [mailto:ubuntu-bd-
> bounces at lists.ubuntu.com] On Behalf Of ??????? ???? ????????
> Sent: Wednesday, November 02, 2011 6:22 PM
> To: Ubuntu Bangladesh
> Subject: Re: [Ubuntu-BD] So, what's yuor take on 11.10?
>
> প্রিয় মাসনূন
>
> ২ নভেম্বর, ২০১১ ১১:২১ am এ তে, maSnun <masnun at gmail.com>
> লিখেছে:
>
> >
> > আপনার কি ধরনের সমস্যা হয়েছে জানি না কিন্তু
> ফেডোরা ১৫ তে আমার বাংলা
> > রেন্ডারিং এ কোন সমস্যা চোখে পড়েনি ।
> >
>
> মেন্যু আইটেমসহ সিস্টেমবার ও অ্যাপ্লেটগুলোয়
> বাংলা অ্যাপ্লাই করুন। "সমস্যা"টা আশা করি
> বোধগম্য হবে।
>
>
> প্রিয় সগীর ভাই
>
> ২ নভেম্বর, ২০১১ ৩:০১ pm এ তে, sagir khan <sagir42 at gmail.com>
> লিখেছে:
>
> > ৩. একের অধিক উইন্ডো খুললে সেগুলো Home Folder এর
> অধীনে চলে যায়। কোন
> > একটি ইনএকটিভ উইন্ডোতে যেতে হলে আগে সেখান
> ক্লিক করে ইউন্ডোগুলোর তালিকা
> > থেকে পছন্দের উইন্ডোতে যেতে হয়।
> >
>
> Alt+Tab কী এর যুক্ত ব্যবহার করুন।
>
>
> > এই সমস্যাগুলো বাদে ইউনিটি আমার কাছে বস
> লেগেছে।
> >
>
> টাচস্ক্রীন মনিটর/কোন ডিভাইস ব্যবহার করে
> উবুন্টু ১১.১০ ব্যবহার করে দেখুন। মনে হবে
> ইউনিটির এই সমস্যাগুলোই ইউনিটির সবচাইতে
> সুবিধাজনক দিক। ইউনিটি'র মূল লক্ষ্যই হলো টাচ
> এনাবলড ডিভাইসগুলোকে নিয়ে দৌড়ানো। আগামীর +++
> প্রযুক্তি, বর্তমানের জন্য উদ্ভুতুড়ে মনে
> হতেই পারে।
>
> যাই হোক, উবুন্টু বা মুক্ত কোন প্রযুক্তির জন্য
> আমার আবেগ একটু বেশী বেশী। এজন্যেই হয়তো কিছু
> বাড়তি কথা লিখি। কারো মনঃকষ্ট বা বিরক্তির
> উদ্রেগ করে থাকলে দুঃখিত।
>
> ধন্যবাদ সবাইকে।
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
> ২০১১<http://www.fossbd.org/index.php/19-sample-data-
> articles/joomla/35-professionals>"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ
> <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-
> bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
More information about the ubuntu-bd
mailing list