[Ubuntu-BD] So, what's yuor take on 11.10?

Kabbo Sarker kabyaa1 at gmail.com
Wed Nov 2 11:18:45 UTC 2011


The main fact about unity I think is, it is copying windows and giving
it a shade so that end users can't find it!

2011/11/2 sagir khan <sagir42 at gmail.com>:
> উবুন্টু ১১.১০ এ আমার যে বিষয়গুলো ভালো লাগেনি-
>
> ১. মিনু বার উপরের পেনেলে থাকে। আমি যে পোগ্রাম চালাচ্ছি তার টাইটেল বারের উপর
> মিনুবার না থেকে উপরের প্যানেলে থাকে। এর ফলে অনেক সময় কোন প্রোগ্রামের
> মিনুবার অনেক বড় হলে প্যনেলের বায়ের এইকনগুলোর নিচে পরে যায়। ফলে সেখানে
> আন্দাজের উপর কার্সর রেখে দেখতে হয় কোন মিনু আছে।
>
> ২. Preference এবং Administration এর অনেক কিছু Dash Home এ গিয়ে খুজে বের
> করতে হয়। কোথায় এগুলো আছে তা পাচ্ছি না।
>
> ৩. একের অধিক উইন্ডো খুললে সেগুলো Home Folder এর অধীনে চলে যায়। কোন একটি
> ইনএকটিভ উইন্ডোতে যেতে হলে আগে সেখান ক্লিক করে ইউন্ডোগুলোর তালিকা থেকে
> পছন্দের উইন্ডোতে যেতে হয়।
>
> ৪. মাই কম্পিউটারে উপরের আইকনগুলো গায়েব। এগুলোর কাজগুলো সহজ ছিল।
>
>
>
> এই সমস্যাগুলো বাদে ইউনিটি আমার কাছে বস লেগেছে।
>
>
> ২ নভেম্বর, ২০১১ ১১:২১ am এ তে, maSnun <masnun at gmail.com> লিখেছে:
>
>> > ২। খুব শীঘ্রই হয়তো উবুন্টু অপারেটিংসিস্টেমের মুঠোফোন/ট্যাব পেতে যাচ্ছি
>> > আমরা। তখন কিন্তু এই ইউনিটি'র মর্যাদা পুরোপুরি বোধগম্য হবে।
>> >
>>
>> শাটলওয়ার্থ সেদিন ঘোষনা দিলেন মোবাইলের জন্য উবুন্টু আসছে । মোবাইলে যাওয়ার
>> জন্যই ক্যানোনিকাল নোম ছেড়ে ইউনিটিতে গিয়েছে বলেই আমার বিশ্বাস ।
>>
>>
>>
>> > ৩। ইউনিটির আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আমার পছন্দ হয়েছে। বাংলা স্মুথলি রেন্ডার
>> > করতে পারে। যেটা গ্নোম ৩ এ বেশ গোঁজামেলে।
>> >
>>
>>
>> আপনার কি ধরনের সমস্যা হয়েছে জানি না কিন্তু ফেডোরা ১৫ তে আমার বাংলা
>> রেন্ডারিং এ কোন সমস্যা চোখে পড়েনি ।
>>
>>
>> --
>> Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com <http://masnun.com>
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>
>
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list