[Ubuntu-BD] So, what's yuor take on 11.10?

sagir khan sagir42 at gmail.com
Wed Nov 2 09:01:53 UTC 2011


উবুন্টু ১১.১০ এ আমার যে বিষয়গুলো ভালো লাগেনি-

১. মিনু বার উপরের পেনেলে থাকে। আমি যে পোগ্রাম চালাচ্ছি তার টাইটেল বারের উপর
মিনুবার না থেকে উপরের প্যানেলে থাকে। এর ফলে অনেক সময় কোন প্রোগ্রামের
মিনুবার অনেক বড় হলে প্যনেলের বায়ের এইকনগুলোর নিচে পরে যায়। ফলে সেখানে
আন্দাজের উপর কার্সর রেখে দেখতে হয় কোন মিনু আছে।

২. Preference এবং Administration এর অনেক কিছু Dash Home এ গিয়ে খুজে বের
করতে হয়। কোথায় এগুলো আছে তা পাচ্ছি না।

৩. একের অধিক উইন্ডো খুললে সেগুলো Home Folder এর অধীনে চলে যায়। কোন একটি
ইনএকটিভ উইন্ডোতে যেতে হলে আগে সেখান ক্লিক করে ইউন্ডোগুলোর তালিকা থেকে
পছন্দের উইন্ডোতে যেতে হয়।

৪. মাই কম্পিউটারে উপরের আইকনগুলো গায়েব। এগুলোর কাজগুলো সহজ ছিল।



এই সমস্যাগুলো বাদে ইউনিটি আমার কাছে বস লেগেছে।


২ নভেম্বর, ২০১১ ১১:২১ am এ তে, maSnun <masnun at gmail.com> লিখেছে:

> > ২। খুব শীঘ্রই হয়তো উবুন্টু অপারেটিংসিস্টেমের মুঠোফোন/ট্যাব পেতে যাচ্ছি
> > আমরা। তখন কিন্তু এই ইউনিটি'র মর্যাদা পুরোপুরি বোধগম্য হবে।
> >
>
> শাটলওয়ার্থ সেদিন ঘোষনা দিলেন মোবাইলের জন্য উবুন্টু আসছে । মোবাইলে যাওয়ার
> জন্যই ক্যানোনিকাল নোম ছেড়ে ইউনিটিতে গিয়েছে বলেই আমার বিশ্বাস ।
>
>
>
> > ৩। ইউনিটির আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আমার পছন্দ হয়েছে। বাংলা স্মুথলি রেন্ডার
> > করতে পারে। যেটা গ্নোম ৩ এ বেশ গোঁজামেলে।
> >
>
>
> আপনার কি ধরনের সমস্যা হয়েছে জানি না কিন্তু ফেডোরা ১৫ তে আমার বাংলা
> রেন্ডারিং এ কোন সমস্যা চোখে পড়েনি ।
>
>
> --
> Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com <http://masnun.com>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list