[Ubuntu-BD] So, what's yuor take on 11.10?
maSnun
masnun at gmail.com
Wed Nov 2 05:21:06 UTC 2011
> ২। খুব শীঘ্রই হয়তো উবুন্টু অপারেটিংসিস্টেমের মুঠোফোন/ট্যাব পেতে যাচ্ছি
> আমরা। তখন কিন্তু এই ইউনিটি'র মর্যাদা পুরোপুরি বোধগম্য হবে।
>
শাটলওয়ার্থ সেদিন ঘোষনা দিলেন মোবাইলের জন্য উবুন্টু আসছে । মোবাইলে যাওয়ার
জন্যই ক্যানোনিকাল নোম ছেড়ে ইউনিটিতে গিয়েছে বলেই আমার বিশ্বাস ।
> ৩। ইউনিটির আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আমার পছন্দ হয়েছে। বাংলা স্মুথলি রেন্ডার
> করতে পারে। যেটা গ্নোম ৩ এ বেশ গোঁজামেলে।
>
আপনার কি ধরনের সমস্যা হয়েছে জানি না কিন্তু ফেডোরা ১৫ তে আমার বাংলা
রেন্ডারিং এ কোন সমস্যা চোখে পড়েনি ।
--
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com <http://masnun.com>
More information about the ubuntu-bd
mailing list