[Ubuntu-BD] So, what's yuor take on 11.10?

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Wed Nov 2 04:24:15 UTC 2011


প্রিয় সবাই

আমার মতামত দেবার আগে দুটো ব্যবহারকারী মন্তব্য একটু উল্লেখ করে নিই --

*উবুন্টু ৪.১০ (ওয়ার্টি ওয়ারহগ) - উবুন্টু ডেস্কটপ (সংকলিত গ্নোম ২)* --
মনোলোভা রঙ্গীন, নজরকাড়া ডেস্কটপ পরিবেশ। তবে ডেস্কটপ মেন্যু সহ বাকী সবকিছুই
কেমন যেনো উল্টো উল্টো।

*উবুন্টু ১১.০৪ (ন্যাটি নারহোয়েল) - ইউনিটি (সংকলিত গ্নোম ৩)* -- মনোলোভা
ডিজাইন, কেমন যেনো টাচ-টাচ অপারেটিং মনে হচ্ছে। তবে আগেরটা (উবুন্টু ডেস্কটপ)
র চাইতে এটার কার্যক্রম অনেক বেশী জটিল/কঠিন মনে হচ্ছে।


বুঝতেই পারছেন উপরের এই মন্তব্যগুলো আসলে আপেক্ষিক। উবুন্টুর নতুন দৃশ্যপট
ব্যবস্থাপনা "ইউনিটি" তৈরী করা হয়েছে "গ্নোম ৩" এর উপর ভিত্তি করে। আর "গ্নোম
৩" এর মূল লক্ষ্য হচ্ছে যে কোন ডিভাইস (ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব, মোবাইল) এ
একই ইন্টারফেস বা আউটলুক নিশ্চিত করা।

আমি নিজের ল্যাপি তে মিন্ট ১০ এ আছি আজো, পাশাপাশি গ্নোম ৩ ইন্সটল করে মাঝে
মাঝে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি। ডেস্কটপে মিন্ট ৯ চলে। অফিসের ডেস্কটপ গুলোতে
মিন্ট ১১ আর সার্ভার গুলোতে উবুন্টু ১০.০৪ সার্ভার সংস্করন।

তবে উবুন্টুর নতুন সংস্করন মুক্তি পাবার পর কাউকে কাউকে সফট আর আপডেট নামিয়ে
দিতে হয়। এ লক্ষ্যে ভার্চুয়াল বক্সে উবুন্টুর নতুন সংস্করন চালাই। এছাড়াও শরীর
ভালো থাকলে বাসায় যেয়ে সরাসরি উবুন্টু'র সাপোর্ট দেবার বদভ্যাসটা তো রয়েছেই।
এইটুকুতে যা নিজের উপলব্ধি হলো তা হচ্ছে --

১। ইনশাল্লাহ ১২.০৪ এ আমরা ইউনিটির ডেস্কটপের মূল শক্তিটা উপলব্ধি করতে পারবো।
২। খুব শীঘ্রই হয়তো উবুন্টু অপারেটিংসিস্টেমের মুঠোফোন/ট্যাব পেতে যাচ্ছি
আমরা। তখন কিন্তু এই ইউনিটি'র মর্যাদা পুরোপুরি বোধগম্য হবে।
৩। ইউনিটির আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আমার পছন্দ হয়েছে। বাংলা স্মুথলি রেন্ডার
করতে পারে। যেটা গ্নোম ৩ এ বেশ গোঁজামেলে।

সব মিলিয়ে ইউনিটি এখনো পরিনত নয়, কিন্তু তারমানে এই নয় যে এটা ব্যবহার উপযোগী
নয়।

ধন্যবাদ সবাইকে।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
২০১১<http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list