[Ubuntu-BD] দুটো কম্পিউটারে একই সফটওয়্যার সেটাপ দিব কিভাবে?

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Sun Jun 26 20:49:02 UTC 2011


প্রিয় হাবীব কবির

২৭ জুন, ২০১১ ১:৫৭ am এ তে, Habib Kabir <kobir_eee at yahoo.co.uk> লিখেছে:

> সালাম সবাইকে। আমি আমার নিজের কম্পিউটারে আর আমার বন্ধুর কম্পিউটারে কুবুন্টু
> ১১.০৪ সেটাপ দিব। আমি চাচ্ছি একটা কম্পিউটারের কুবুনটুতে দরকারি াফটওয়্যারগুলো
> ডাউনলোড করে অন্যা কম্পিউটারের কুবুন্টুতেও সেটা ইনস্টল করতে। মানে আমার
> কম্পিউটারে যে
> কুবুনটু ইনস্টল করব , সেটাতে ইন্টারনেট আছে, সেটাতে সবগুলো সফটওয়ার কুবুন্টুর
> সফটওয়ার সেন্টার থেকে নামাবো।


এটুকু কাজ করা হয়ে গেলে একটু বিশ্রাম নিয়ে নিন। এরপর আপনার সিস্টেমের
/var/cache/apt/archives ফোল্ডারে প্রবেশ করুন। যে .deb প্যাকেজের বিশাল
ভান্ডার দেখতে পাচ্ছেন এটাই আপনাকে ৪ থেকে ৮জিবির যে কোন পোর্টেবল মিডিয়াতে
(পেনড্রাইভ) সংগ্রহ করতে হবে। ভান্ডার থেকে শুধুমাত্র lock ফাইল এবং partial
নামের ফোল্ডার দুটো বাদ দিয়ে সবগুলো ফাইলই পেনড্রাইভে নিয়ে নিন। একটা তে না
স্থান সংকুলান না হলে দুটো পেনড্রাইভে কিছু কিছু করে নিয়ে নিন।

তারপর সেই একই সফটওয়ারগুলো আমার বন্ধুর পিসিতে ইনসটল করব, আমার বন্ধুর পিসিতে
> কোন ইনটারনেট নাই।
>

অনুলিপি করে আনা ফাইলগুলো এবার আপনার বন্ধুর কম্পিউটারে রাখতে হবে। কোথায়
রাখবেন আর কিভাবে রাখবেন? দেখুন আপনার কিংবা যে কোন লিনাক্স সিস্টেমের ফাইল
সিস্টেম ড্রাইভে প্রবেশ ও পরিবর্তন করাটা দূরহ একটা বিষয়। এজন্যে আপনাকে
রুটমুডে ফাইল ব্রাউজারকে চালু করতে হবে। এজন্য টার্মিনালে কমান্ড দিন --

sudo nautilus

পাসওয়ার্ড চাইলে সিস্টেম ইউজারের পাসওয়ার্ড দিয়ে দিন।

এবার যে উইন্ডো চালু হলো সেখান থেকে ব্রাউজ করে করে
FileSystem/var/cache/apt/archives মানে হলো, আপনার সিস্টেমের মতো সেই একই
ভান্ডার ফোল্ডার টাতেই যেতে হবে। এবার পেনড্রাইভ থেকে ফাইলগুলো অনুলিপি (কপি)
করে আনুন এবং এই ভান্ডার ফোল্ডারের ভিতরে প্রতিলেপন (পেষ্ট) করে দিন।

প্রতিলেপন প্রক্রিয়া সুসম্পন্ন হলে সব উইন্ডো বন্ধ করে দিন এবং আপনার সিস্টেমের
ন্যায়ই প্যাকেজ ম্যানেজারের ব্যবহারে প্রয়োজনীয় সফটগুলো ইনস্টল করে নিন।

আশা করি কাজ হয়ে যাবে।

-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list