[Ubuntu-BD] দুটো কম্পিউটারে একই সফটওয়্যার সেটাপ দিব কিভাবে?
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Sun Jun 26 21:06:11 UTC 2011
প্রিয় হাবীব কবির
২৭ জুন, ২০১১ ২:৪৯ am এ তে, সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>লিখেছে:
> ................এজন্যে আপনাকে রুটমুডে ফাইল ব্রাউজারকে চালু করতে হবে। এজন্য
> টার্মিনালে কমান্ড দিন --
>
> sudo nautilus
>
> পাসওয়ার্ড চাইলে সিস্টেম ইউজারের পাসওয়ার্ড দিয়ে দিন।
>
ভাই এখানে বিরাট একটা ভুল করে ফেলেছি। কেডিই ডেক্সটপ পরিবেশের ফাইল ব্যবস্থাপনা
করে থাকে 'ডলফিন'। আর 'নটিলাস' হলো গ্নোম ডেক্সটপ পরিবেশের ফাইল ব্যবস্থাপক।
আমি এখানে যেটা লিখেছি সেটা কেডিই তে কাজ করবেনা। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য
ক্ষমাপ্রার্থী।
আপনাকে যা করতে হবে তা হলো open_as_root.desktop নামের ফাইল
~/.kde/share/kde4/services/ServiceMenus এর ভেতরে তৈরী করা। এখানে ~ দিয়ে
আপনার ব্যবহারকারীর হোম ফোল্ডারকে বোঝানো হয়েছে। এরপর ফাইলটা ওপেন করে নিচের
কোডটুকু ওটার ভেতরে প্রতিলেপন করে ফাইলটি সংরক্ষন করে বন্ধ করে দিন।
[Desktop Entry]
Type=Service
Icon=dolphin
Actions=OpenAsRoot
ServiceTypes=KonqPopupMenu/Plugin,inode/directory,inode/directory-locked
[Desktop Action OpenAsRoot]
Exec=kdesu dolphin %U
Icon=dolphin
Name=Open as Root
এরপর একবার লগঅফ করে লগইন করুন।
ইনশাল্লাহ এরপর থেকে প্রতিটা ফোল্ডরের উপরে রাইট ক্লিক মেন্যুতে Open as Root
নামে একটা এন্ট্রি পাবেন। ওটাতে ক্লিক করলেই যে কোন ফোল্ডারকে রুট মুডে ওপেন
করতে পারবেন।
ধন্যবাদ।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list