[Ubuntu-BD] দুটো কম্পিউটারে একই সফটওয়্যার সেটাপ দিব কিভাবে?
Abhi
arup281 at gmail.com
Sun Jun 26 20:47:07 UTC 2011
এজন্য আপনি ব্যবহার করতে পারেন কেরাইক্স। এটি দিয়ে প্রয়োজনীয় সকল সফটওয়্যার
আপনার কম্পিউটারে নামিয়ে নিবেন, এবার এগুলো অফলাইনে ইন্সটল করতে পারবেন আপনার
বন্ধুর পিসিতে।
বিস্তারিত এখানে-
http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=5752
-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi_69 at ovi.com>
2011/6/27 Habib Kabir <kobir_eee at yahoo.co.uk>
> সালাম সবাইকে। আমি আমার নিজের কম্পিউটারে আর আমার বন্ধুর কম্পিউটারে কুবুন্টু
> ১১.০৪
> সেটাপ দিব। আমি চাচ্ছি একটা কম্পিউটারের কুবুনটুতে দরকারি াফটওয়্যারগুলো
> ডাউনলোড
> করে অন্যা কম্পিউটারের কুবুন্টুতেও সেটা ইনস্টল করতে। মানে আমার কম্পিউটারে যে
> কুবুনটু ইনস্টল করব , সেটাতে ইন্টারনেট আছে, সেটাতে সবগুলো সফটওয়ার কুবুন্টুর
> সফটওয়ার সেন্টার থেকে নামাবো। তারপর সেই একই সফটওয়ারগুলো আমার বন্ধুর পিসিতে
> ইনসটল
> করব, আমার বন্ধুর পিসিতে কোন ইনটারনেট নাই।
>
> এটা কি করা সম্ভব? করা গেলে কিভাবে সম্ভব?
>
> সবাইকে ধন্যবাদ।
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
More information about the ubuntu-bd
mailing list