[Ubuntu-BD] Printer for ubuntu
Sazzad Hossain
sazzadais at gmail.com
Fri Jun 24 05:45:30 UTC 2011
i have quoted it from our 'Ubuntu PC Kinte chai' thread
2011/6/24 Sazzad Hossain <sazzadais at gmail.com>
> উবুন্টুতে আপনার যেসব হার্ডওয়্যার নিয়ে সমস্যা হতে পারে এবং তার জন্য
> করনীয় সমূহ লিখে দিলাম। এর বাইরেও কিছু থাকতে পারে।
>
> ১) প্রিন্টার। এই লিঙ্ক
> https://wiki.ubuntu.com/HardwareSupportComponentsPrintersCanon দেখুন
> ক্যাননের জন্য। এবং এটা অন্য সকল প্রিন্টারের জন্য। যে প্রিন্টারটা
> কিনতে চাইছেন তা এখানে দেখুন। যদি দেখেন রিপোর্ট ভাল তবে কিনে ফেলুন। নয়ত
> অন্য প্রিন্টার দেখুন।
> ২) স্ক্যানার। স্ক্যানারও দেখতে পাবেন এইখানে
> https://wiki.ubuntu.com/HardwareSupportComponentsScanners। ইদানিং
> ক্যানন স্ক্যানার চলে ভাল (উবুন্টুতে না, বাজারে চলে ভাল)। ক্যাননের
> লিঙ্কটা https://wiki.ubuntu.com/HardwareSupportComponentsScannersCanon
> ৩) ইন্টারনেট মডেম। ওয়াইম্যাক্সের কোন ইউএসবি ডোঙ্গলই চলবে না। কিনতে হবে
> ইনডোর মডেম, Aw3, Zyxel, Siemens Gigaset এসব। আর এজ/জিপিআরএস/3g যেসব
> মডেম সাপোর্ট করে সেগুলোর তালিকা পাবেন এখানে।
> http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=3223
> ৪) সাউন্ড কার্ড। বিল্ট ইন সাউন্ড কার্ড হলে কোন সমস্যা হবে না আশা করি।
> এক্সটার্নাল সাউন্ড কার্ড হয়ত উবুন্টু নাও পেতে পারে।
> ৫) গ্রাফিক্স কার্ড। থ্রিডি এক্সেলারেশন পেতে হলে ভেন্ডরের দেয়া ড্রাইভার
> ইন্সটল করতে হবে। নয়ত 2d এক্সেলারেশন, কম্পিজ ইথ্যাদির জন্যে উবুন্টু
> এমনি ডিফল্টভাবে যেটা ইন্সটল করবে তাতেই কাজ করার কথা।
>
>
> মোটামুটি উপরের সমস্যা গুলো ঠিক মত মেইনটেইন করতে পারলে এবং স্টেবল
> সিস্টেম বার বার পরিবর্তন না করলে অনেকদিন শান্তিমত কম্পিউটার ইউজ করতে
> পারবেন।
>
>
> 2011/6/24 Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>
>
>> আমি HP 1560,1660 এই প্রিন্টার দিয়ে প্রিন্ট করি। তাছাড়া স্যামস্যাং এর কিছু
>> প্রিন্টার ও উবুন্টুতে ভাল কাজ করে। ক্যানন এর সাপোর্ট উবুন্টুর জন্য খুব
>> বেশি
>> ভাল নয় তবে দিন দিন উন্নত হচ্ছে।
>> ----------------------------------------------------------
>> Dedicated Linux Forum in
>> Bangladesh<
>> http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
>> Follow Me Twiter <https://twitter.com/#%21/AshickunNoor>
>> Thank you
>> Md Ashickur Rahman
>>
>>
>>
>>
>> 2011/6/24 Fazle Rabbi Dayeen <mailme42 at gmail.com>
>>
>> > উবুন্টুতে সাপোর্ট করে এরকম কিছু প্রিন্টার এর নাম কেউ সাজেস্ট করবেন কি?
>> HP/
>> > Canon কিনবো ভাবছি।
>> > যারা ব্যবহার করেন একটু নিজেদের অভিজ্ঞতা share করবেন কি?
>> > --
>> > উবুন্টু লাইব্রেরি (Ubuntu /Linux Mint এর নোটবুক) ::
>> > http://ubuntulibrary.wordpress.com/
>> >
>> > আমার ব্লগ-- বাংলাঃ http://sciencecatchup.blogspot.com/
>> > এবং ইংরেজিঃ http://sciencecatchup.wordpress.com/
>> > --
>> > Ubuntu Bangladesh
>> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>
>
>
> --
> Sazzad Hossain
> https://www.moneybookers.com/app/?rid=19852903
>
>
--
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903
More information about the ubuntu-bd
mailing list