[Ubuntu-BD] Printer for ubuntu

Sazzad Hossain sazzadais at gmail.com
Fri Jun 24 05:44:27 UTC 2011


উবুন্টুতে আপনার যেসব হার্ডওয়্যার নিয়ে সমস্যা হতে পারে এবং তার জন্য
করনীয় সমূহ লিখে দিলাম। এর বাইরেও কিছু থাকতে পারে।

১) প্রিন্টার। এই লিঙ্ক
https://wiki.ubuntu.com/HardwareSupportComponentsPrintersCanon দেখুন
ক্যাননের জন্য।  এবং এটা অন্য সকল প্রিন্টারের জন্য।  যে প্রিন্টারটা
কিনতে চাইছেন তা এখানে দেখুন। যদি দেখেন রিপোর্ট ভাল তবে কিনে ফেলুন। নয়ত
অন্য প্রিন্টার দেখুন।
২) স্ক্যানার। স্ক্যানারও দেখতে পাবেন এইখানে
https://wiki.ubuntu.com/HardwareSupportComponentsScanners। ইদানিং
ক্যানন স্ক্যানার চলে ভাল (উবুন্টুতে না, বাজারে চলে ভাল)। ক্যাননের
লিঙ্কটা https://wiki.ubuntu.com/HardwareSupportComponentsScannersCanon
৩) ইন্টারনেট মডেম। ওয়াইম্যাক্সের কোন ইউএসবি ডোঙ্গলই চলবে না। কিনতে হবে
ইনডোর মডেম, Aw3, Zyxel, Siemens Gigaset এসব।  আর এজ/জিপিআরএস/3g যেসব
মডেম সাপোর্ট করে সেগুলোর তালিকা পাবেন এখানে।
http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=3223
৪) সাউন্ড কার্ড। বিল্ট ইন সাউন্ড কার্ড হলে কোন সমস্যা হবে না আশা করি।
এক্সটার্নাল সাউন্ড কার্ড হয়ত উবুন্টু নাও পেতে পারে।
৫) গ্রাফিক্স কার্ড। থ্রিডি এক্সেলারেশন পেতে হলে ভেন্ডরের দেয়া ড্রাইভার
ইন্সটল করতে হবে। নয়ত  2d এক্সেলারেশন, কম্পিজ ইথ্যাদির জন্যে উবুন্টু
এমনি ডিফল্টভাবে যেটা ইন্সটল করবে তাতেই কাজ করার কথা।


মোটামুটি উপরের সমস্যা গুলো ঠিক মত মেইনটেইন করতে পারলে এবং স্টেবল
সিস্টেম বার বার পরিবর্তন না করলে অনেকদিন শান্তিমত কম্পিউটার ইউজ করতে
পারবেন।

2011/6/24 Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>

> আমি HP 1560,1660 এই প্রিন্টার দিয়ে প্রিন্ট করি। তাছাড়া স্যামস্যাং এর কিছু
> প্রিন্টার ও উবুন্টুতে ভাল কাজ করে। ক্যানন এর সাপোর্ট উবুন্টুর জন্য খুব বেশি
> ভাল নয় তবে দিন দিন উন্নত হচ্ছে।
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in
> Bangladesh<
> http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
> Follow Me Twiter <https://twitter.com/#%21/AshickunNoor>
> Thank you
> Md Ashickur Rahman
>
>
>
>
> 2011/6/24 Fazle Rabbi Dayeen <mailme42 at gmail.com>
>
> > উবুন্টুতে সাপোর্ট করে এরকম কিছু প্রিন্টার এর নাম কেউ সাজেস্ট করবেন কি?
> HP/
> > Canon কিনবো ভাবছি।
> > যারা ব্যবহার করেন একটু নিজেদের অভিজ্ঞতা share করবেন কি?
> > --
> > উবুন্টু লাইব্রেরি (Ubuntu /Linux Mint এর নোটবুক) ::
> > http://ubuntulibrary.wordpress.com/
> >
> > আমার ব্লগ-- বাংলাঃ http://sciencecatchup.blogspot.com/
> > এবং  ইংরেজিঃ http://sciencecatchup.wordpress.com/
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903


More information about the ubuntu-bd mailing list