[Ubuntu-BD] Printer for ubuntu

M. Adnan Quaium adnan.quaium at ubuntu-bd.org
Fri Jun 24 05:46:26 UTC 2011


আমি আজকের আগ পর্যন্ত দুটো প্রিন্টার উবুন্টুতে ব্যবহার করেছিলাম - Canon Pixma
MP 220 আর HP Deskjet F4200. দুটোই প্লাগ-অ্যান্ড-প্লে সাপোর্ট করেছিল।

গতকালকে বাসার জন্য একটা প্রিন্টার কিনলাম HP Deskjet 2050. সেটা প্লাগ অ্যান্ড
প্লে কাজ করেনি। কারণ হিসেবে আমি যেটা বুঝলাম যে আমারটা উবুন্টু ১০.০৪ যাতে
hplip (পুরো নাম HP Linux Imaging and Printing) এর পুরনো ভার্সন রয়েছে। নতুন
ভার্সন hplip-3.11.5 ইন্সটল করলেই কাজ হয়ে যাবে। আজ সকালে ইন্সটল করলাম এবং
প্লাগ-অ্যান্ড-প্লে সাপোর্ট পেয়ে গেলাম! প্রিন্ট-স্ক্যান দুটোই ঠিক মত হচ্ছে।

আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এইচি'র প্রিন্টার কেনাটাই ভাল হবে, ক্যাননেও মাঝে
মাঝে সমস্যা হয় কিন্তু এইচপি এখনো সাবলিলভাবেই কাজ করে যাচ্ছে!

hplip এর নতুন ভার্সন ইন্সটলের জন্য নিচের লিংক দেখুন:
http://hplipopensource.com/hplip-web/install.html

অটোমেটিক ইন্সটলারটি আমার উবুন্টুতে কাজ করেনি, কিন্তু উবুন্টু-ফোরাম ঘেঁটে
দেখলাম যে আর কারো কোন সমস্যা হয়নি! যাই হোক, আমি ম্যানুয়ালি কম্পাইল করে
ইন্সটল করেছি। এটাও মোটেও কঠিন কিছু নয়। ম্যানুয়লি ইন্সটলের জন্য নিচের লিংক
দেখুন:
http://hplipopensource.com/hplip-web/install/manual/index.html



2011/6/24 Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>

> আমি HP 1560,1660 এই প্রিন্টার দিয়ে প্রিন্ট করি। তাছাড়া স্যামস্যাং এর কিছু
> প্রিন্টার ও উবুন্টুতে ভাল কাজ করে। ক্যানন এর সাপোর্ট উবুন্টুর জন্য খুব বেশি
> ভাল নয় তবে দিন দিন উন্নত হচ্ছে।
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in
> Bangladesh<
> http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
> Follow Me Twiter <https://twitter.com/#%21/AshickunNoor>
> Thank you
> Md Ashickur Rahman
>
>
>
>
> 2011/6/24 Fazle Rabbi Dayeen <mailme42 at gmail.com>
>
> > উবুন্টুতে সাপোর্ট করে এরকম কিছু প্রিন্টার এর নাম কেউ সাজেস্ট করবেন কি?
> HP/
> > Canon কিনবো ভাবছি।
> > যারা ব্যবহার করেন একটু নিজেদের অভিজ্ঞতা share করবেন কি?
> > --
> > উবুন্টু লাইব্রেরি (Ubuntu /Linux Mint এর নোটবুক) ::
> > http://ubuntulibrary.wordpress.com/
> >
> > আমার ব্লগ-- বাংলাঃ http://sciencecatchup.blogspot.com/
> > এবং  ইংরেজিঃ http://sciencecatchup.wordpress.com/
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
M. Adnan Quaium
https://wiki.ubuntu.com/maqtanim
http://adnan.quaium.com/ubuntu


More information about the ubuntu-bd mailing list