[Ubuntu-BD] [অফটপিকের] না পাওয়া ইমেইল বিষয়ক আলোচনা

Shabab Mustafa shabab at linux.org.bd
Fri Jun 24 05:19:46 UTC 2011


আপডেট:
-----------
সাজেদুর রহিম জোয়ারদার রিংয়ের ২৩ জুন, ২০১১ ১২:১৮ am ‌ এ করা মেইল লিস্টের
স্প্যামেও খুঁজে পাওয়া গেল না। পেছনের দিকে ২১ জুনেরও কিছু স্প্যাম দেখতে পাওয়া
যাচ্ছে। ২৩ তারিখের স্প্যামও আছে। কিন্তু ওই মেইলটি নেই। মেইলটি ঠিকমত সেন্ড
হয়েছে কিনা সেটা পরীক্ষা করে দেখার অনুরোধ করছি।

@ মাহদী,
আপনার মেইল যথাসময়েই পেয়েছি। কিন্তু ওই মেইলের উত্তর এখনো কেউ দেন নি।

---
Shabab Mustafa
Liaison Person
Ubuntu Bangladesh
https://wiki.ubuntu.com/Shabab


2011/6/24 Mahdee Jameel <mahdee.jameel at gmail.com>

> সরি, মেইলটা আসলে আর্কাইভে আছে, এইমাত্র আবার খুজে পেলাম।
> অযথা মেইল করার জন্য আবার দুঃখিত।
>
> 2011/6/24 Mahdee Jameel <mahdee.jameel at gmail.com>
>
> >
> > পোস্ট না আসার এই সমস্যাটা আমার একবার হয়েছে, গতকাল, ইউনিটি নিয়ে একটা পোস্ট
> > দিয়েছিলাম, পরে দেখি আমার ইনবক্সে পোস্টটা আসেনি। আর্কাইভ চেক করে দেখেছি
> > সেখানেও আসেনি। এমনিতে আমার এটা নিয়ে বেশি মাথাব্যাথা ছিল না, তাই মেইলিং
> লিস্ট
> > এ কাউকে আর জানাইনি। কিন্তু এখন প্রসঙ্গটা যখন উঠলোই, তখন আমার মনে হয় এখানে
> > কোন কারিগরী সমস্যা হচ্ছে।
> > পোস্ট একনলেজমেন্ট আর অরিজিনাল মেইল টা পেস্ট করে দিলাম।
> >
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list