[Ubuntu-BD] [অফটপিকের] না পাওয়া ইমেইল বিষয়ক আলোচনা
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Fri Jun 24 07:25:41 UTC 2011
প্রিয় শাবাব
২৪ জুন, ২০১১ ১১:১৯ am এ তে, Shabab Mustafa <shabab at linux.org.bd> লিখেছে:
> আপডেট:
> -----------
> সাজেদুর রহিম জোয়ারদার রিংয়ের ২৩ জুন, ২০১১ ১২:১৮ am এ করা মেইল লিস্টের
> স্প্যামেও খুঁজে পাওয়া গেল না। পেছনের দিকে ২১ জুনেরও কিছু স্প্যাম দেখতে পাওয়া
> যাচ্ছে। ২৩ তারিখের স্প্যামও আছে। কিন্তু ওই মেইলটি নেই। মেইলটি ঠিকমত সেন্ড
> হয়েছে কিনা সেটা পরীক্ষা করে দেখার অনুরোধ করছি।
>
মেইল দুইটা আমার এখান থেকে তো গিয়েছিলো সেটা তো ফরোয়ার্ড মেইলের হেডারেই বোঝা
যাচ্ছে। কিন্তু লিস্টে যাবার পরই "হাঁসের পেটে গেছে"। কারিগরী কোন ত্রুটি ঘটলো
কিনা দেখো।
ধন্যবাদ
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list