[Ubuntu-BD] [অফটপিকের] না পাওয়া ইমেইল বিষয়ক আলোচনা
Mahdee Jameel
mahdee.jameel at gmail.com
Fri Jun 24 02:00:51 UTC 2011
সরি, মেইলটা আসলে আর্কাইভে আছে, এইমাত্র আবার খুজে পেলাম।
অযথা মেইল করার জন্য আবার দুঃখিত।
2011/6/24 Mahdee Jameel <mahdee.jameel at gmail.com>
>
> পোস্ট না আসার এই সমস্যাটা আমার একবার হয়েছে, গতকাল, ইউনিটি নিয়ে একটা পোস্ট
> দিয়েছিলাম, পরে দেখি আমার ইনবক্সে পোস্টটা আসেনি। আর্কাইভ চেক করে দেখেছি
> সেখানেও আসেনি। এমনিতে আমার এটা নিয়ে বেশি মাথাব্যাথা ছিল না, তাই মেইলিং লিস্ট
> এ কাউকে আর জানাইনি। কিন্তু এখন প্রসঙ্গটা যখন উঠলোই, তখন আমার মনে হয় এখানে
> কোন কারিগরী সমস্যা হচ্ছে।
> পোস্ট একনলেজমেন্ট আর অরিজিনাল মেইল টা পেস্ট করে দিলাম।
>
>
More information about the ubuntu-bd
mailing list