[Ubuntu-BD] লিনাক্স ও উবুন্টুর জন্য আদৌ কোন এন্টিভাইরাস এর প্রয়োজন আছে কি?
sagir khan
sagir42 at gmail.com
Mon Jun 20 19:22:17 UTC 2011
আমাদের মনে হয় এখানেই থেকে যাওয়া দরকার।
২১ জুন, ২০১১ ১:১৯ am এ তে, Junayeed Ahnaf Nirjhor
<zombiegenerator at aol.com>লিখেছে:
>
> ব্যাপক কইছেন শাবাব ভাই। গিগা লাইক। সম্পূর্ণ একমত।
>
>
> নির্ঝর
> Twitter - @Nirjhor
>
>
>
>
>
>
>
> From: Shabab Mustafa <shabab at linux.org.bd>
> To: Ubuntu Bangladesh <ubuntu-bd at lists.ubuntu.com>
> Sent: Tuesday, June 21, 2011 at 1:04 am
> Subject: Re: [Ubuntu-BD] লিনাক্স ও উবুন্টুর জন্য আদৌ কোন এন্টিভাইরাস এর
> প্রয়োজন আছে কি?
>
> @ রিং
>
> 'যাত্রা শুরু হয়েছিলো' শব্দত্রয় দিয়ে আপনি জনপ্রিয়তা বুঝিয়েছেন এই ব্যাখ্যা "
> 'নয়' বলে 'ছয়' বোঝাতে চেয়েছি"-র মতই পলকা।
>
> ৩.১ এর পর আমূল পরিবর্তন এনে যে অপারেটিং সিস্টেম দিয়ে মাইক্রোসফট সাড়া
> ফেলেছিল
> সেটার নাম উইন্ডোজ ৯৫, উইন্ডোজ ৯৮ নয়। ৯৭-৯৮ সালের বাজেটে শুল্ক তুলে নেয়ার পর
> বাংলাদেশে ডেক্সটপ পিসি কেনার যে ধুম পড়েছিল সেসব পিসিতে উইন্ডোজ ৯৮ ইন্সটল
> করা
> থাকত। এর মানে এই নয় যে ৯৮ দিয়েই উইন্ডোজ উঠে এসেছে।
>
> খুব ইতিবাচক ভাবেই বলছি, আপনার একটা অভ্যাস এর আগেও খেয়াল করেছি। আপনি ডান বাম
> না ভেবেই পট করে বেকায়দা একটা কিছু বলে ফেলেন আর তারপর ইনিয়ে বিনিয়ে না না
> কায়দায় সেটার ব্যাখ্যা এদিক সেদিক ঘোরাতে থাকেন। এতে আসলে আপনার মুখ রক্ষার
> চাইতে কালি-ই পড়ে বেশি। আপনি, আমি কেউই স্বর্গদূত নই। ভুল হতেই পারে। আমার
> মনেহয় ভুল হয়ে গেলে সেটাকে ঘষে ঘষে আরো বেশি প্রতিষ্ঠিত করার চেষ্টা করার
> চাইতে
> স্বীকার করে শুধরে নেয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ।
>
> ধন্যবাদ।
>
> ---
> Shabab Mustafa
> Liaison Person
> Ubuntu Bangladesh
> https://wiki.ubuntu.com/Shabab
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________
More information about the ubuntu-bd
mailing list