[Ubuntu-BD] লিনাক্স ও উবুন্টুর জন্য আদৌ কোন এন্টিভাইরাস এর প্রয়োজন আছে কি?

Junayeed Ahnaf Nirjhor zombiegenerator at aol.com
Mon Jun 20 19:19:44 UTC 2011


ব্যাপক কইছেন শাবাব ভাই। গিগা লাইক। সম্পূর্ণ একমত।


নির্ঝর
Twitter - @Nirjhor







From: Shabab Mustafa <shabab at linux.org.bd>
To: Ubuntu Bangladesh <ubuntu-bd at lists.ubuntu.com>
Sent: Tuesday, June 21, 2011 at 1:04 am
Subject: Re: [Ubuntu-BD] লিনাক্স ও উবুন্টুর জন্য আদৌ কোন এন্টিভাইরাস এর প্রয়োজন আছে কি?

@ রিং

'যাত্রা শুরু হয়েছিলো' শব্দত্রয় দিয়ে আপনি জনপ্রিয়তা বুঝিয়েছেন এই ব্যাখ্যা "
'নয়' বলে 'ছয়' বোঝাতে চেয়েছি"-র মতই পলকা।

৩.১ এর পর আমূল পরিবর্তন এনে যে অপারেটিং সিস্টেম দিয়ে মাইক্রোসফট সাড়া ফেলেছিল
সেটার নাম উইন্ডোজ ৯৫, উইন্ডোজ ৯৮ নয়। ৯৭-৯৮ সালের বাজেটে শুল্ক তুলে নেয়ার পর
বাংলাদেশে ডেক্সটপ পিসি কেনার যে ধুম পড়েছিল সেসব পিসিতে উইন্ডোজ ৯৮ ইন্সটল করা
থাকত। এর মানে এই নয় যে ৯৮ দিয়েই উইন্ডোজ উঠে এসেছে।

খুব ইতিবাচক ভাবেই বলছি, আপনার একটা অভ্যাস এর আগেও খেয়াল করেছি। আপনি ডান বাম
না ভেবেই পট করে বেকায়দা একটা কিছু বলে ফেলেন আর তারপর ইনিয়ে বিনিয়ে না না
কায়দায় সেটার ব্যাখ্যা এদিক সেদিক ঘোরাতে থাকেন। এতে আসলে আপনার মুখ রক্ষার
চাইতে কালি-ই পড়ে বেশি। আপনি, আমি কেউই স্বর্গদূত নই। ভুল হতেই পারে। আমার
মনেহয় ভুল হয়ে গেলে সেটাকে ঘষে ঘষে আরো বেশি প্রতিষ্ঠিত করার চেষ্টা করার চাইতে
স্বীকার করে শুধরে নেয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ।

ধন্যবাদ।

---
Shabab Mustafa
Liaison Person
Ubuntu Bangladesh
https://wiki.ubuntu.com/Shabab
--
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list