[Ubuntu-BD] Libre office এ Default Unicode Bangla font এ সমস্যা।
sagir khan
sagir42 at gmail.com
Thu Jun 16 06:28:09 UTC 2011
সালাম।
আমিতো ভেবেছিলাম আমার মেইলটা বুঝি মাঝ পথে হারিয়ে গেছে। তাই কোন উত্তর আসছে
না।
যাক দেরিতে হলেও যে উত্তর এসেছে।
জি এবার কাজ হচ্ছে।
১৬ জুন, ২০১১ ৭:০৮ am এ তে, Miah M. Hussainuzzaman <mmhzaman at gmail.com>লিখেছে:
> লিব্রে অফিস বা এর রাইটার খুলে এই কাজগুলো করুন:
> ১। Tools --> Options
> ২। Language Settings --> Languages
> Enabled for Complex Text layout (CTL) -- চেকমার্ক দিন।
> ৩। CTL = Bengali (Bangladesh) নির্বাচিত করুন।
> ৪। OK দিয়ে বের হয়ে আসুন।
>
> আবার,
> ৫। Tools --> Options
> ৬। LibreOffice Writer --> Basic Fonts (CTL)
> ৭। আপনার পছন্দের ফন্টগুলো (সোলাইমান লিপি) এবং সাইজ ঠিক করে দিয়ে ওকে
> করে বের হয়ে আসুন।
>
> আশা করি এতে কাজ হবে।
>
> --
> শামীম
> Mobile phone: +8801731 216 486
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________
More information about the ubuntu-bd
mailing list