[Ubuntu-BD] Libre office এ Default Unicode Bangla font এ সমস্যা।

Miah M. Hussainuzzaman mmhzaman at gmail.com
Thu Jun 16 01:08:15 UTC 2011


লিব্রে অফিস বা এর রাইটার খুলে এই কাজগুলো করুন:
১। Tools --> Options
২। Language Settings --> Languages
   Enabled for Complex Text layout (CTL) -- চেকমার্ক দিন।
৩। CTL = Bengali (Bangladesh) নির্বাচিত করুন।
৪। OK  দিয়ে বের হয়ে আসুন।

আবার,
৫। Tools --> Options
৬। LibreOffice Writer --> Basic Fonts (CTL)
৭। আপনার পছন্দের ফন্টগুলো (সোলাইমান লিপি) এবং সাইজ ঠিক করে দিয়ে ওকে
করে বের হয়ে আসুন।

আশা করি এতে কাজ হবে।

-- 
শামীম
Mobile phone: +8801731 216 486


More information about the ubuntu-bd mailing list