[Ubuntu-BD] MySQL Workbench (গলার কাটা)

Arafat Rahman opurahman at gmail.com
Thu Jun 16 03:48:13 UTC 2011


MySQL Workbench খুবই কাজের একটি tool. কিন্তু উবুন্টু ১১.০৪ এর জন্য MySQL
Workbench এখনো release হয় নি। লেটেস্ট যেটা আছে ওটা উবুন্টু ১০.১০ এর জন্য।
ডাউনলোড করে উবুন্টু ১১.০৪ এ ইন্সটল দিলাম। এখন আমি এমন এক সমস্যায় পড়েছি,
Synaptic package manager ওপেন করতে পারি না। কমান্ড লাইনে অন্য যে কোন প্যাকেজ
ইন্সটল করতে গেলে নিচের মেসেজ দেয়।

Reading package lists... Done
Building dependency tree
Reading state information... Done
E: The package mysql-workbench-gpl needs to be reinstalled, but I can't find
an archive for it.

Software center থেকে MySQL Workbench রিমুভও হয় না। এখন আমি কোথায় যাই।
অভিজ্ঞদের কাছে পরামর্শ চাচ্ছি। খুবই জরুরী একটি কাজ করতে হবে MySQL Workbench
দিয়ে।

*Arafat Rahman*
Web Application Developer, SolutionArena.com <http://www.solutionarena.com>
http://arafatbd.net


More information about the ubuntu-bd mailing list