[Ubuntu-BD] Wifi Problem (Ubuntu 11.04)

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Thu Jun 2 14:35:57 UTC 2011


প্রিয় আরাফাত এবং সামির

আপনার আপনাদের ল্যাপীর ওয়ারলেস নেটওয়ার্কিং (Wi-Fi) হার্ডওয়্যারের ড্রাইভার
আপডেট/রিইন্সটল করে দেখুন কি হয়। এজন্য --
১। System>>Administration>>Additional Hardwares এ ক্লিক করেন। এখানে ব্রডকমের
হার্ডওয়্যারের যে ড্রাইভার দেখতে পাচ্ছেন তা একটিভ আছে কিনা দেখুন। একটিভ থাকুক
বা না থাকুক এটাকে আনইনস্টল করে দিন এবং সিস্টেম রিবুট করে দিন।
২। রিবুট হয়ে আসলে এই ড্রাইভার পুনরায় ইনস্টল ও একটিভ করে নিন।

আশাকরি আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে।

-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list