[Ubuntu-BD] Wifi Problem (Ubuntu 11.04)

samir sam1487 at gmail.com
Thu Jun 2 14:38:30 UTC 2011


আমি সেটা করেছিলাম, তবে রিমুভ করার পর রিস্টার্ট না করে আবার ইনস্টল দিয়েছিলাম।
এবার রিস্টার্ট দিয়ে দেখবো। কাজ করলে জানাবো।


2011/6/2 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>

> প্রিয় আরাফাত এবং সামির
>
> আপনার আপনাদের ল্যাপীর ওয়ারলেস নেটওয়ার্কিং (Wi-Fi) হার্ডওয়্যারের ড্রাইভার
> আপডেট/রিইন্সটল করে দেখুন কি হয়। এজন্য --
> ১। System>>Administration>>Additional Hardwares এ ক্লিক করেন। এখানে
> ব্রডকমের
> হার্ডওয়্যারের যে ড্রাইভার দেখতে পাচ্ছেন তা একটিভ আছে কিনা দেখুন। একটিভ
> থাকুক
> বা না থাকুক এটাকে আনইনস্টল করে দিন এবং সিস্টেম রিবুট করে দিন।
> ২। রিবুট হয়ে আসলে এই ড্রাইভার পুনরায় ইনস্টল ও একটিভ করে নিন।
>
> আশাকরি আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে।
>
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event
> >"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
samir
{ www.incurlybraces.com }


More information about the ubuntu-bd mailing list