[Ubuntu-BD] Wifi Problem (Ubuntu 11.04)

Abhi arup281 at gmail.com
Thu Jun 2 13:43:18 UTC 2011


ন্যাটিতে ওয়াই-সংক্রান্ত এধরনের নানা সমস্যা অনেককেই বেশ ভোগাচ্ছে, আমার
নিজেরও এধরনের সমস্যা হয়েছিল, তবে আপডেটের পর ঠিক হয়ে গেছে। এরপর থেকে
ভালোই কাজ দিচ্ছে, তবে আমাদের ডিপার্টমেন্টের ওয়াই-ফাইটা এখনো পায় না :(
যাই হোক, আপনি নিচের কমান্ডের আউটপুট দেখুন-
$ ifconfig -a
এখানে আপনি বুঝতে পারবেন কোন কোন নেটওয়ার্ক ইন্টারফেস বর্তমানে এক্টিভ
আছে, ঐখানে দেখুন ওয়াই-ফাই এর জন্য কোন এন্ট্রি দেখতে পান কি না।

On 6/2/11, samir <sam1487 at gmail.com> wrote:
> আমারও এরকম একটা অদভূত সমস্যা হয়েছে। আমি কুবুন্তু ব্যবহার করছি, উবুন্তুর ওপর
> ইনস্টল করেছি। ওটাতে সমস্যা নেই। তবে আমি গতকাল কিছু আপডেট করার পর বাসায় গিয়ে
> দেখি বাসায় সেটআপ করা ওয়াইফাই নেটওয়ার্ক পাচ্ছে না। অফিসেরটা কিন্তু পায়। কি
> বিপদ!
>
> 2011/6/2 Arafat Rahman <opurahman at gmail.com>
>
>> এতদিন ভালই ছিল। হঠাৎ একদিন সকালে সম্ভবত কিছু একটা আপডেট হবার পরেই ওয়ারলেস
>> নেটওয়ার্ক disable হয়ে গেল। তারপর থেকে আর ওয়ারলেস কাজ করছে না।
>>
>> আমার ল্যাপটপ DELL Inspiron 1501, Ubuntu 11.04 ফ্রেশ ইন্সটল করেছি কিছু দিন
>> আগে।
>>
>> $ lspci
>> .......
>> 05:00.0 Network controller: Broadcom Corporation BCM4311 802.11b/g WLAN
>> (rev
>> 01)
>> 08:00.0 Ethernet controller: Broadcom Corporation BCM4401-B0 100Base-TX
>> (rev
>> 02)
>> .......
>>
>> এবং
>> $ rfkill list
>> 0: dell-wifi: Wireless LAN
>>    Soft blocked: no
>>    Hard blocked: no
>>
>> সমস্যা কোথায় এবং কিভাবে সমাধান করবো বুঝতে পারছি না।
>>
>> *Arafat Rahman*
>> Web Application Developer, SolutionArena.com <http://www.solutionarena.com
>> >
>> http://arafatbd.net
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
>
>
> --
> samir
> { www.incurlybraces.com }
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi_69 at ovi.com>


More information about the ubuntu-bd mailing list