[Ubuntu-BD] পার্টিশনে অনাকাঙ্ক্ষিত unallocated space

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Sat Jul 23 03:26:01 UTC 2011


প্রিয় মায়া

২৩ জুলাই, ২০১১ ৮:১৩ am এ তে, maya2k10 at gmail.com <maya2k10 at gmail.com> লিখেছে:

> আমি এটা ১১.০৪ এর সেকেন্ডারি ডিস্ক হিসেবেই পার্টিশনগুলো করেছি, সেটআপের সময়
> করিনি।


পার্টিশন করার পর এখান থেকেই স্ন্যাপশটটা দিন।

তারপর সেখানে ১০.০৪ ইনস্টল করেছি। ইনস্টল হবার পর ডেস্কটপে এসে gparted ইনস্টল
> করে উপরোক্ত স্ন্যাপশটটি নিয়েছি।
>

আমার মনে হচ্ছে জিপার্টেড এর ভার্সন জনিত কারনেই হয়তো তথ্যে কিছু একটা গন্ডগোল
দেখাচ্ছে।

আরো কিছু বিষয় মাথায় আসছে --
১। আপনি কি পার্টিশন করার সময় ডিস্কের সাইজ কি পূর্নআকারে লিখছেন? যেমন ১২জিবি
== ১২০০০মেবা?
২। আপনার ওখানে কি পাওয়ার ব্যাকআপ যথেষ্ট নয়? মানে ইউপিএস দ্বারা মিনিট দশেক
ব্যাকআপ দেয়া সম্ভব নয়?

ধন্যবাদ
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list