[Ubuntu-BD] নতুন ইনস্টল করা উবুন্টুতে কোন ফোল্ডার/ ফাইল তৈরি হয়না

maya2k10 at gmail.com maya2k10 at gmail.com
Tue Jul 12 18:21:46 UTC 2011


নতুন ইনস্টল করা সিস্টেমে আলাদা দুটো পার্টিশন রেখেছি ফাইল রেখে দেয়ার
জন্য। উবুন্টু ১০.০৪। কিন্তু সেখানে কোন নতুন ফোল্ডার বা ফাইল তৈরি করা
বা পেস্ট করা সম্ভব হচ্ছে না। সেই অপশনগুলোই একটিভ নয়। স্ক্রিণশট দেখলেই
বুঝতে পারবেন।
স্ক্রিণশট লিঙ্ক:http://3.bp.blogspot.com/-bw-15a3P1hE/ThyQcpwaGKI/AAAAAAAABJ8/jtJfceE_dWo/s1600/cannotcreatfile.png

এটা কেন হয়? সমাধান কি?


More information about the ubuntu-bd mailing list