[Ubuntu-BD] পার্টিশনে অনাকাঙ্ক্ষিত unallocated space

maya2k10 at gmail.com maya2k10 at gmail.com
Sat Jul 23 02:13:02 UTC 2011


ধন্যবাদ,
আমি এটা ১১.০৪ এর সেকেন্ডারি ডিস্ক হিসেবেই পার্টিশনগুলো করেছি, সেটআপের
সময় করিনি। তারপর সেখানে ১০.০৪ ইনস্টল করেছি। ইনস্টল হবার পর ডেস্কটপে
এসে gparted ইনস্টল করে উপরোক্ত স্ন্যাপশটটি নিয়েছি।

On 22/07/2011, সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com> wrote:
> প্রিয় মায়া
>
> আপনি কোন অপারেটিং সিস্টেমের ভেতর থেকে এই পার্টিশনটা করলেন? আমার তো মনে হচ্ছে
> এটা সেটাপ টাইমে করা? আমি কিন্তু আপনাকে ১১.০৪ থেকে সেকেন্ডারী ডিস্ক হিসেবে
> পার্টিশনগুলো করতে বলেছিলাম।
>
> বিষয়গুলো একটু পরিষ্কার করুন।
>
> ধন্যবাদ।
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list