[Ubuntu-BD] Ubuntu Installation in Multiple PCs
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Tue Jul 19 05:54:02 UTC 2011
প্রিয় আরাফাত ভাই
আপনার এই কাজের জন্য আপনার কাছ থেকে কতকগুলো বিষয়ে জেনে নেয়াটা জরুরী।
১। আপনার ল্যাবে কি শুধুই উবুন্ট চালিত পিসি হবে এগুলো নাকি ডুয়েল বুট?
২। সবগুলো পিসির মেমরি বা র্যাম এবং হার্ডডিস্কের ধারনক্ষমতা কি একই?
একেবারে সাধারন গড়পড়তা সমাধান হলো আপনি Parted Magic নামের ডিস্ট্রো টা ব্যবহার
করুন ডিস্ক টু ডিস্ক কপি করতে।
১। প্রথমে একটা মোটামুটি শক্তিশালি (র্যাম বেশী আছে যেটাতে) পিসিতে আপনার
প্রয়োজনীয় সব কিছু সহ উবুন্টু সেটাপ ও কনফিগার করে নিন।
২। তারপর পিসিটার মাস্টারে (সাটা হলে সাটা ০ তে) আপনার সেটাপ কার উবুন্টু
ডিস্কটা রেখে এবং সেকেন্ডারীতে (সাটা ১, ২, ৩ যে কোনটায়) টার্গেট মেশিনের
হার্ডডিস্ক গুলো একটার পর একটা বসাতে হবে।
৩। তারপর পিসিটাকে পার্টেড ম্যাজিকে লাইভ বুট করিয়ে নিয়ে সেকেন্ডারী ডিস্কের
সবগুলো পার্টিশন মুছে দিন।
৪। তারপর মাস্টারের রুট ও সোয়াপ পার্টিশনগুলো সিলেক্ট করে সেকেন্ডারীতে কপি
কমান্ড দিন।
৫। পিসির ক্ষমতানুযায়ী এবং হার্ডডিস্কের ডাটা ট্রান্সফার রেট অনুযায়ী এভাবে
ডিস্কপ্রতি কাজ করতে আনুমানিক ৪০-৫০ মিনিট সময় লাগবে।
৬। কপি হয়ে গেলে সেকেন্ডারী ডিস্কটাকে নিজ পিসিতে ফিরিয়ে নিয়ে যান এবং বুট
করুন। তারপর ওএস থেকেই জিপার্টেড দিয়ে অন্যান্য পার্টিশনগুলো প্রয়োজন অনুসারে
তৈরি করে দিন।
আশা করা যায়, আপনি যদি প্রাথমিক ভাবে পাঁচটা পিসি তৈরি করে নেন এবং তারপর ওই
পাঁচটাতে একত্রে এই কাজ করতে থাকেন তো, একদিনেই (১০ ঘন্টা) পুরোটা ল্যাব
উবুন্টুর দখলে আনতে পারবেন।
[*সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ* ডিস্কটুডিস্ক কপি বা ডিডি করার সময়ে পাওয়ার
লস/লোডশেডিং জনিত সমস্যায় আপনার পিসির এবং হার্ডডিস্কের বিশাল ক্ষতিসাধিত হতে
পারে। অতএব প্রয়োজনীয় পাওয়ার ব্যাকআপ (ইউপিএস) না থাকলে এই কাজ করার ঝুঁকি
নেবেন না।]
ধন্যবাদ।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list