[Ubuntu-BD] Ubuntu Installation in Multiple PCs

Nasimul Haque nasim.haque at gmail.com
Tue Jul 19 08:56:04 UTC 2011


প্রথমে একটা সার্ভার ইনস্টল করুন। তারপর সেখানে অন্যান্য পিসির ম্যাক
আইডি নিয়ে একটা dhcpd.conf ফাইল লিখুন। তারপর এক কমান্ডেই ইনস্টল করা
যাবে। এই পদ্ধতিকে PXE নেটইনস্টল বলে। বিস্তারিত এখানে

https://help.ubuntu.com/community/Installation/LocalNet

এখানে প্রথম অংশে সার্ভার ইনস্টল করার পর Advanced: Hands-off অংশটি
করবেন। একেবারে কপি-পেস্ট কাজ করবেন না। একটু পড়ে বুঝে করবেন। উল্লেখ্য
যে, অন্য ওএসের সাথে ডুয়াল বুট করতে চাইলে এই পদ্ধতি কাজ করবে না।
সেক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন করতে হবে।

তবে যেভাবেই করুন না কেন, একটা ভাল কাজ করবেন যদি লোকাল রিপো বানিয়ে
নেন। তাহলে সব পিসি-র আপডেটগুলো একবার এক জায়গায় ডাউনলোড হবে, ৩০ বার
নয়। এর জন্য apt-mirror ব্যবহার করতে হবে।

-- 
M. Nasimul Haque
Appliansys, Coventry, UK
http://www.nasim.me.uk


More information about the ubuntu-bd mailing list