[Ubuntu-BD] একটি অন্য রকম কনসেপ্ট, বাস্তবায়নে সকলের সহযোগীতা চাই

Md Ashickur Rahman Noor ashickur.noor at gmail.com
Mon Jul 11 12:20:16 UTC 2011


ভাই কমিউনিটির এটা সবচেয়ে বড় সমস্যা, সবাই কাজ করে আর্থিক স্বার্থ ছাড়া (অন্য
কোন স্বার্থ থাকতে পারে, আমার যেমন আছে দায়িত্ব বোধ), তাই অনেকেই ব্যস্ততার
মাঝে হারিয়ে যায়, আমরা যারা নবীশ তারা কিছু সময় দেই কমিউনিটিতে, কারন আমাদের
জানার আগ্রহ আছে, এই আগ্রহ থেকেই অনেক কিছু সমস্যার সমাধান চলে আসে।  আমি বলছি
না কমিউনিটি তে সবাইকেই কাজ করতে হবে। কিন্তু আমার দেখা মতে ব্যক্তি উদ্দোগ
ছাড়া আমাদের কমিউনিটিতে কোন কাজ টেকে না। আমি এর বড় প্রমান (কারন আগেই বলেছি
সময়ের অভাবে ইচ্ছা থালকেও করতে পারি না)। আর আপানরা যে সকল ওয়েবের লিংক দিচ্ছেন
তার কোনটাই সম্পূর্ণ লিনাক্স নিয়ে নয়, কেনটা ব্যক্তিগত, কোনটা শুধুই নির্দিষ্ট
কোন ডিস্ট্রোর।

তাই আমি অনিরুদ্ধের করা এই উদ্যোগের সাথে আছি, আমাদের একটা প্লাটফর্ম দরকার
যেখানে নবীণ আসবে শিখতে আর প্রবীণ গণ তাদের সাধ্য মত চেষ্টা করবে সাহায্য করতে,
যেমনটা ছিল linux.org.bd। কিন্তু এটা এখন হারিয়ে গিয়েছে, লিনাক্স ইউসাররা এখন
সাহায্যের জন্য বিভিন্ন বাংলা ফোরামে বা ব্লগে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু কোন
নির্দিষ্ট জায়গা পায় না তাই অনেকে আগ্রহ হারিয়েও ফেলে। শুধু একটি কমন প্লাটফর্ম
আছে তাও শুধু উবুন্টুর জন্য এই মেইলিং লিস্ট, তাছাড়া দেশে আর কোন লিনাক্স
কমিউনিটির কোন কাজ এখন দেখা যায় না।  লিফো অতদিন ছিল তত দিন একটি ছাদ ছিল। তাই
আমাদের সকলের উচিৎ  এ নিয়ে ভাবা।
 কথা গুছিয়ে লিখতে পারি না, তাই দু:খিত। এখানের সকল মতামত আমার ব্যক্তিগত। কারও
মনে কষ্ট দিয়ে থাকলে আমি দু:খিত।
ধন্যবাদ।
----------------------------------------------------------
Dedicated Linux Forum in
Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
Follow Me Twiter <https://twitter.com/#%21/AshickunNoor>
Thank you
Md Ashickur Rahman




১১ জুলাই, ২০১১ ৫:৪৩ pm এ তে, shiplu <shiplu.net at gmail.com> লিখেছে:

> এরকম উদ্যোগ এর আগেও বার বার নেয়া হয়েছে। এবং বার বার তা ঝিমিয়ে পড়েছে।
> কিছু কিছু এখনও মেইনটেইন করা হচ্ছে।
> এসব উদ্যোগ দেখে একটা ব্যাপার ক্লিয়ার। শুরু করতে কারও কোন সমস্যা নেই।
> কিন্তু কন্ট্রিবিউশনের সময় সবাই নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। কাউকে পাওয়া
> যায় না।
> তাই আমি মনে করি অলরেডি এক্সিস্টিং যেগুলো আছে সেখানে নতুন কন্টেন্ট যোগ
> করলেই হয়।  নতুন করে আরেকটা প্রজেক্ট শুরুর কোন দরকার নেই।
>
> নতুন প্রজেক্ট সমস্যা হল, শুরু করলে সেটা কিছুদিন পর ডেড হয়ে যাবে। এটা
> নিশ্চিতই বলা যায়।
> আর পুরণো প্রজেক্টে কাজ করলে সুবিধা হল,  আমাদের মেইনটেইন করার অভ্যাস
> হবে। পরে যদি কোন নতুন প্রজেক্ট আসে সেটা মরবে না।
>
> আপনার সন্তান মারা যেতে থাকলে কি আপনি একের পর এক সন্তান নিতে থাকবেন ?
> নাকি মারা যাওয়ার কারণ গুলো উৎঘাটন করে সমস্যার সমাধান করবেন আগে?
>
>
> --
> Shiplu Mokadd.im
>
> Follow me, http://twitter.com/shiplu
> Innovation distinguishes between follower and leader
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list