[Ubuntu-BD] একটি অন্য রকম কনসেপ্ট, বাস্তবায়নে সকলের সহযোগীতা চাই

Aniruddha Adhikary aniruddha at adhikary.net
Mon Jul 11 11:50:41 UTC 2011


শিপলু ভাই দারুন একটা কথা বলেছেন। কমিউনিটির সেটাই একটা সমস্যা। কিন্তু, মনে
করুন, আমরা যে সকল কন্টেন্ট বর্তমানে তৈরী রয়েছে, সেগুলোকে আধুনিকায়ন এবং
সামান্য রংচং মিশিয়ে এক জায়গায় জড় করি, তাহলে ভালো হয়। পাশাপাশি এটিকে নিজস্ব
ঠিকানা দেয়া যেতে পারে।

2011/7/11 shiplu <shiplu.net at gmail.com>

> আগের পোস্টে একটা লিংক দেয়া বাকি ছিল।
> http://forum.amaderprojukti.com/ubuntuindex
>
> আমাদের প্রযুক্তির এই লিংক অনেকদিন ধরেই, একটিভ আছে।
> --
> Shiplu Mokadd.im
>
> Follow me, http://twitter.com/shiplu
> Innovation distinguishes between follower and leader
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
বাংলাদেশী একমাত্র ডেডিকেটেড লিনাক্স সম্পর্কিত ফোরাম<
http://forums.linuxdesh.com/>


More information about the ubuntu-bd mailing list