[Ubuntu-BD] একটি অন্য রকম কনসেপ্ট, বাস্তবায়নে সকলের সহযোগীতা চাই

maSnun mailbox at masnun.me
Mon Jul 11 13:38:59 UTC 2011


At the beginning, Apro was the den of many linux enthusiasts. I would rather
it remained on Apro. Add contents to this topic. It's very simple, write a
blog post or something and then notify the Apro mods, they shall add a link.


2011/7/11 Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>

> ভাই কমিউনিটির এটা সবচেয়ে বড় সমস্যা, সবাই কাজ করে আর্থিক স্বার্থ ছাড়া (অন্য
> কোন স্বার্থ থাকতে পারে, আমার যেমন আছে দায়িত্ব বোধ), তাই অনেকেই ব্যস্ততার
> মাঝে হারিয়ে যায়, আমরা যারা নবীশ তারা কিছু সময় দেই কমিউনিটিতে, কারন আমাদের
> জানার আগ্রহ আছে, এই আগ্রহ থেকেই অনেক কিছু সমস্যার সমাধান চলে আসে।  আমি বলছি
> না কমিউনিটি তে সবাইকেই কাজ করতে হবে। কিন্তু আমার দেখা মতে ব্যক্তি উদ্দোগ
> ছাড়া আমাদের কমিউনিটিতে কোন কাজ টেকে না। আমি এর বড় প্রমান (কারন আগেই বলেছি
> সময়ের অভাবে ইচ্ছা থালকেও করতে পারি না)। আর আপানরা যে সকল ওয়েবের লিংক
> দিচ্ছেন
> তার কোনটাই সম্পূর্ণ লিনাক্স নিয়ে নয়, কেনটা ব্যক্তিগত, কোনটা শুধুই নির্দিষ্ট
> কোন ডিস্ট্রোর।
>
> তাই আমি অনিরুদ্ধের করা এই উদ্যোগের সাথে আছি, আমাদের একটা প্লাটফর্ম দরকার
> যেখানে নবীণ আসবে শিখতে আর প্রবীণ গণ তাদের সাধ্য মত চেষ্টা করবে সাহায্য
> করতে,
> যেমনটা ছিল linux.org.bd। কিন্তু এটা এখন হারিয়ে গিয়েছে, লিনাক্স ইউসাররা এখন
> সাহায্যের জন্য বিভিন্ন বাংলা ফোরামে বা ব্লগে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু কোন
> নির্দিষ্ট জায়গা পায় না তাই অনেকে আগ্রহ হারিয়েও ফেলে। শুধু একটি কমন
> প্লাটফর্ম
> আছে তাও শুধু উবুন্টুর জন্য এই মেইলিং লিস্ট, তাছাড়া দেশে আর কোন লিনাক্স
> কমিউনিটির কোন কাজ এখন দেখা যায় না।  লিফো অতদিন ছিল তত দিন একটি ছাদ ছিল। তাই
> আমাদের সকলের উচিৎ  এ নিয়ে ভাবা।
>  কথা গুছিয়ে লিখতে পারি না, তাই দু:খিত। এখানের সকল মতামত আমার ব্যক্তিগত।
> কারও
> মনে কষ্ট দিয়ে থাকলে আমি দু:খিত।
> ধন্যবাদ।
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in
> Bangladesh<
> http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
> Follow Me Twiter <https://twitter.com/#%21/AshickunNoor>
> Thank you
> Md Ashickur Rahman
>
>
>
>
> ১১ জুলাই, ২০১১ ৫:৪৩ pm এ তে, shiplu <shiplu.net at gmail.com> লিখেছে:
>
> > এরকম উদ্যোগ এর আগেও বার বার নেয়া হয়েছে। এবং বার বার তা ঝিমিয়ে পড়েছে।
> > কিছু কিছু এখনও মেইনটেইন করা হচ্ছে।
> > এসব উদ্যোগ দেখে একটা ব্যাপার ক্লিয়ার। শুরু করতে কারও কোন সমস্যা নেই।
> > কিন্তু কন্ট্রিবিউশনের সময় সবাই নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। কাউকে পাওয়া
> > যায় না।
> > তাই আমি মনে করি অলরেডি এক্সিস্টিং যেগুলো আছে সেখানে নতুন কন্টেন্ট যোগ
> > করলেই হয়।  নতুন করে আরেকটা প্রজেক্ট শুরুর কোন দরকার নেই।
> >
> > নতুন প্রজেক্ট সমস্যা হল, শুরু করলে সেটা কিছুদিন পর ডেড হয়ে যাবে। এটা
> > নিশ্চিতই বলা যায়।
> > আর পুরণো প্রজেক্টে কাজ করলে সুবিধা হল,  আমাদের মেইনটেইন করার অভ্যাস
> > হবে। পরে যদি কোন নতুন প্রজেক্ট আসে সেটা মরবে না।
> >
> > আপনার সন্তান মারা যেতে থাকলে কি আপনি একের পর এক সন্তান নিতে থাকবেন ?
> > নাকি মারা যাওয়ার কারণ গুলো উৎঘাটন করে সমস্যার সমাধান করবেন আগে?
> >
> >
> > --
> > Shiplu Mokadd.im
> >
> > Follow me, http://twitter.com/shiplu
> > Innovation distinguishes between follower and leader
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*


More information about the ubuntu-bd mailing list