[Ubuntu-BD] ক্রমিয়ামে পিডিএফ সাইটগুলো ব্রাউজারে না খুলে ডাউনলোড হয়ে যাচ্ছে।
sagir khan
sagir42 at gmail.com
Sun Jul 10 13:46:03 UTC 2011
ধন্যবাদ রিং ভাই
আমি সরাসরি গুগল ক্রম ইনস্টল করে নিয়েছি। এতে আর কোন সমস্যা হচ্ছে না আপাতত।
পরামর্মের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।
১০ জুলাই, ২০১১ ৭:১১ pm এ তে, সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>লিখেছে:
> প্রিয় সগীর খান
>
> আমি নিজে ব্রাউজার হিসেবে ক্রোমিয়ামের বদলে গুগল ক্রোমকেই বেছে নিতে বলবো
> আপনাকে। আর আমার ল্যাপিতে আমি পিডিএফ কিউব অ্যাপ্লিকেশন টা রেখেছি পিডিএফ
> নথিগুলো দেখবার জন্য।
>
> আপনি চাইলে আরো একটা কাজ করতে পারেন। গুগল ক্রোমের এক্সটেনশান লাইব্রেরী থেকে
> pdf viewer লিখে সার্চ দিন। Docs PDF/PowerPoint Viewer (by Google) পেয়ে
> যাবেন। ওটা বিনামূল্যেই পাবেন। ইনস্টল করে নিয়ে সব পিডিএফ ফাইল প্রাথমিকভাবে
> এই
> ভিউয়ারে চালু করার জন্য সেটিংস গুলো সম্পাদনা করে দিন।
>
> পরামর্শগুলো আপনার উপকারে আসলো কিনা জানাতে ভুলবেন না যেনো। ধন্যবাদ।
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event
> >"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________
More information about the ubuntu-bd
mailing list