[Ubuntu-BD] ক্রমিয়ামে পিডিএফ সাইটগুলো ব্রাউজারে না খুলে ডাউনলোড হয়ে যাচ্ছে।
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Sun Jul 10 13:11:09 UTC 2011
প্রিয় সগীর খান
আমি নিজে ব্রাউজার হিসেবে ক্রোমিয়ামের বদলে গুগল ক্রোমকেই বেছে নিতে বলবো
আপনাকে। আর আমার ল্যাপিতে আমি পিডিএফ কিউব অ্যাপ্লিকেশন টা রেখেছি পিডিএফ
নথিগুলো দেখবার জন্য।
আপনি চাইলে আরো একটা কাজ করতে পারেন। গুগল ক্রোমের এক্সটেনশান লাইব্রেরী থেকে
pdf viewer লিখে সার্চ দিন। Docs PDF/PowerPoint Viewer (by Google) পেয়ে
যাবেন। ওটা বিনামূল্যেই পাবেন। ইনস্টল করে নিয়ে সব পিডিএফ ফাইল প্রাথমিকভাবে এই
ভিউয়ারে চালু করার জন্য সেটিংস গুলো সম্পাদনা করে দিন।
পরামর্শগুলো আপনার উপকারে আসলো কিনা জানাতে ভুলবেন না যেনো। ধন্যবাদ।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list