[Ubuntu-BD] ক্রমিয়ামে পিডিএফ সাইটগুলো ব্রাউজারে না খুলে ডাউনলোড হয়ে যাচ্ছে।

sagir khan sagir42 at gmail.com
Sun Jul 10 14:19:27 UTC 2011


একটা অফটপিক আলোচনা করি।
আমি এখন ৯৯ ভাগ কাজের জন্য ক্রম ব্যবহার করি। কিন্তু একটি কাজে মজিলা ফায়ার
ফক্স ব্যবহার করতে হয়। ব্লগিং বা বাংলা লিখার কাজের জন্য। কারন মজিলার Bengali
(Bangladesh) Dictionary এড ওনস থাকার কারনে আমি বানান দেখতে পারি।

এটির একটি এক্সটেনশন আশিকুর রহমান নূর ভাই আমাকে নামিয়ে দিয়েছেন লিব্রা অফিস
রাইটারের জন্য। এখন সেখানে বেশ কাজ করছে।

এই এক্সটেনশন/এডওনসটি ক্রমে ব্যবহার করার কোন ব্যবস্থা আছে?

১০ জুলাই, ২০১১ ৭:৪৬ pm এ তে, sagir khan <sagir42 at gmail.com> লিখেছে:

> ধন্যবাদ রিং ভাই
> আমি সরাসরি গুগল ক্রম ইনস্টল করে নিয়েছি। এতে আর কোন সমস্যা হচ্ছে না আপাতত।
>
> পরামর্মের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।
>
> ১০ জুলাই, ২০১১ ৭:১১ pm এ তে, সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>লিখেছে:
>
> প্রিয় সগীর খান
>>
>> আমি নিজে ব্রাউজার হিসেবে ক্রোমিয়ামের বদলে গুগল ক্রোমকেই বেছে নিতে বলবো
>> আপনাকে। আর আমার ল্যাপিতে আমি পিডিএফ কিউব অ্যাপ্লিকেশন টা রেখেছি পিডিএফ
>> নথিগুলো দেখবার জন্য।
>>
>> আপনি চাইলে আরো একটা কাজ করতে পারেন। গুগল ক্রোমের এক্সটেনশান লাইব্রেরী থেকে
>> pdf viewer লিখে সার্চ দিন। Docs PDF/PowerPoint Viewer (by Google) পেয়ে
>> যাবেন। ওটা বিনামূল্যেই পাবেন। ইনস্টল করে নিয়ে সব পিডিএফ ফাইল প্রাথমিকভাবে
>> এই
>> ভিউয়ারে চালু করার জন্য সেটিংস গুলো সম্পাদনা করে দিন।
>>
>> পরামর্শগুলো আপনার উপকারে আসলো কিনা জানাতে ভুলবেন না যেনো। ধন্যবাদ।
>> --
>> রিং
>> +8801671411437
>>
>> মহাসচিব
>> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>>
>> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event
>> >"
>> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
>> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
>> সদস্য, উবুন্টু
>> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>
>
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
>
>


-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list