[Ubuntu-BD] Fwd: কারণ একসময় হয়তো লিনাক্স ছাড়া আর উপায় থাকবে না।
Abhi
arup281 at gmail.com
Thu Jul 7 19:49:51 UTC 2011
জামাল ভাইয়ের চমৎকার লিখাটা পড়ে ভালো লাগলো, খুবই যুক্তিসঙ্গত কথা।
-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.blogspot.com>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi_69 at ovi.com>
2011/7/8 Jamal Khan <jamal919 at gmail.com>
> মেইলিং লিস্টে উইন্ডোসকে টেনে আনা দেখলেই কেমন যেনো একটা অনুভূতি হয় - এই বুঝি
> সবাই লিনাক্স উইন্ডোস তর্কে লেগে গেল । লিনাক্সের সীমাবন্ধতা অবশ্যই আছে ,
> উইন্ডোস প্লাটফর্ম থেকে আসা একজনকে অনেক কিছুই ছাড় দিতে হবে লিনাক্স ব্যবহার
> করার জন্য - এতে কোন সন্দেহ নাই । যেখানে দেশের প্রায় প্রত্যেকটা বেসরকারী
> প্রতিষ্টান উইন্ডোস ভিত্তিক , সবগুলো সরকারী অফিস উইন্ডোস ভিত্তিক সেখানে
> ব্যক্তিগত পর্যায়ে কে কোন ওএস ব্যবহার করল তাতে সত্যি বলতে আমার কিছুই আসে যায়
> না ।
>
> ধরুন আপনার অফিসের কাজের জন্য আপনাকে একটা স্পেশালাইজড সফটওয়্যার ব্যবহার করতে
> যেটা উইন্ডোস ভিত্তিক । সেই সফটওয়্যারটা আপনাকে বাসায়ও ব্যবহার করতে হবে - এখন
> আপনি কী করবেন ? লিনাক্স মেশিন বলে ব্যবহার করবেন না ? এখন এমন যদি হত যে
> প্রতিষ্টানগুলো লিনাক্স ভিত্তিক তবে তাদের সফটওয়্যারগুলোও হত লিনাক্স ভিত্তিক
> -
> কিংবা অন্তত মাল্টি-প্লাটফরম/ক্রস-প্লাটফরম । সরকারী অফিসের কথায় আসি । সবগুলো
> সরকারী অফিস ক্লায়েন্ট পিসিতে পুরানো উইন্ডোস এক্সপিই ব্যবহার করে ।
> মেক্সিমামই
> যে পাইরেটেড তা আর বলার দরকার নেই নিশ্চয়ই । এই পিসিগুলো যদি লিনাক্স পাওয়ার্ড
> হত তবে সরকার/মন্ত্রনালয় গুলো নিজ দায়িত্বে তাদের দরকারী এপ ডেভেলপ করাতো ,
> এবং
> সেটা হত লিনাক্সের জন্য ।
>
> যেকোন প্রতিষ্টান সেটা সরকারী হোক কিংবা বেসরকারী হোক নিজেদের কাজের জন্য
> নিজেরা সফটওয়্যার ডেভেলপ করতে হয়ই , এটাতো কোন ভুল নেই । যেহেতু সরকারী
> বেসরকারী প্রতিষ্টানগুলো উইন্ডোস ভিত্তিক তাই উইন্ডোস ভিত্তিক এপ ডেভেলপ হবে
> সেটাই স্বাভাবিক । সেক্ষেত্রে আপনি তাদের এমপ্লয়ি হলে আপনাকেও উইন্ডোস ব্যবহার
> করতেই হবে - আপনি চুরি করেই ব্যবহার করেন আর টাকা দিয়ে কিনেই ব্যবহার করেন ...
>
> এখন এই প্রতিষ্টানগুলো যদি লিনাক্সে নিয়ে আসা যায় তবে দৃশ্যপট পুরো পাল্টে
> যাবে
> । প্রতিষ্টানগুলো এপ ডেভেলপ করবে তাদের লিনাক্স মেশিনের জন্য , হতে পারে সেটা
> ক্রসপ্লাটফরম কিন্তু আপনি একই রকম এনভায়নমেন্টের জন্য লিনাক্সই ব্যবহার করবেন
> । তবে যারা গ্রাফিক্স ডিজাইনের দোহাই দেন তাদের জন্য কিছু বিশেষ ম্যাসেজ আছে -
> যারা গ্রাফিক্স ডিজাইনের জন্য ফটোশপ উইন্ডোস করে চেচান তারা আশা করি প্রফেশনার
> গ্রাফিক্স ডিজাইনার । যদি প্রফেশনাল হন তবে আশা করি বেশ ভালোই আয় করেন । যদি
> ভালোই আয় করেন তবে অবশ্যই জেনুইন ব্যবহার করা উচিত । যে সফটওয়্যার কোম্পানির
> সফটওয়্যারে আপনার সংসার চলছে তাকে কিছু সম্মান অন্তত জানান । এটুকু না করলে
> আপনাদের রুজিটুকুও তো হালাল হবে না !
>
> আরো কথা আছে , ব্যক্তিগত পর্যায়ে আপনি চুরি করে উইন্ডোস ব্যবহার করলেও তা
> ট্র্যাক করার কোন উপায় আছে বলে আমার মনে হয় না - মাইক্রোসফট কি একটা একটা করে
> পিসি চেক করবে ? রাস্তায় আটকে ট্রাফিক পুলিশের মত বলবে - আপনার উইন্ডোসের
> লাইসেন্স কোথায় ? উত্তর হলঃ না । বলবে না । মাইক্রোসফট ধরবে সব
> প্রতিষ্টানগুলোকে যারা পাইরেসি করে উইন্ডোস ব্যবহার করছে - মাইক্রোসফট টাকা
> নেবে আমাদের সরকারের কাছ থেকে । মাইক্রোসফট কখনই মাথা ঘামাবে না এন্ড ইউজারদের
> নিয়ে - কারণ অফিসে মাইক্রোসফট প্রডাক্ট ব্যবহার হলে বাসায়ও আপনি ঐটাই ব্যবহার
> করবেন । বাসার জন্য ল্যাপটপ কিনবেন? তাতে কিন্তু উইন্ডোসের কপি দেয়া !
> মাইক্রোসফটের ব্যবসায়িক হিসেব পাকা ।
>
> ২০১৩ সালের পর কী হবে সেটা জানতে চাচ্ছেন ? ২০১৩ সালের পর হয়ত হাটেঘাটে এমন
> করে
> সফটওয়্যার না ও পাওয়া যেতে পারে - যদি সরকার কঠোর হয় । কিন্তু তখন ভালো
> ইন্টারনেট তো থাকবে ? টরেন্ট থাকতে কোন পাইরেটেড সফটওয়্যাররের অভাব হয় নাকি ।
> ২
> দিন টানা টরেন্ট চালু রাখলে ৪ জিবি নামিয়ে ফেলা যায় ... ১৫ টাকা দিয়ে ডিস্ক
> কিনে রাইট করে ফেললেই কাজ শেষ ! কে ঠেকাবে ?
>
> তাই এই শুধু ঘরের একটা পিসিতে উবুন্টু ইন্সটল দিয়ে এই ভেবে আনন্দিত হবার কোন
> কারণ নেই যে আপনি মাইক্রোসফটকে বাশ দিয়ে দিলেন । আপনার কর্মক্ষেত্রের প্লাটফরম
> চ্যান্জ করে যদি লিনাক্স করতে পারেন , কম্যুনিটি যদি সরকারকে বুঝিয়ে সব সরকারী
> প্রতিষ্টান লিনাক্সে কনভার্ট করাতে পারে তবে সেদিন আমিও পোষ্ট দিব -
>
> " এই যে উবুন্টু বিডি কম্যুনিটি উইন্ডোসকে একটা বাশ দিয়েছে । আমিও সেই
> > কম্যুনিটির একজন । "
>
>
> পরীক্ষা চলছে, চিন্তা ভাবনা তাই অনেক বিক্ষিপ্ত হয়ে আছে - সেজন্য লেখাটাও তেমন
> সাজানো গুছানো কিছু হয়নি । তবে আশা করি সবাই বুঝতে পারবেন ।
> লিনাক্সের জয় হোক !
>
> 2011/7/7 Shoyeb Mahmood <shmood at gmail.com>
>
> > অনুগ্রহ করে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকুন। আমরা চাইনা মেইলিং লিস্ট
> > কারো ব্যক্তিগত আক্রমণের জায়গা হোক।
> >
> > On 7/7/11, maSnun <mailbox at masnun.me> wrote:
> > >>
> > >> আপনি জনাব অবতার গোত্রের মহামানব।
> > >
> > >
> > > নির্ঝর, দয়া করে কাউকে ব্যক্তিগত আক্রমন না করার জন্য অনুরোধ করা গেল ।
> > >
> > >
> > >
> > >> ওহ হ্যাঁ, সেলেরনে লিনাক্স সত্যিই খুব ভালো চলে। Celeron+Mint FTW
> > >>
> > >
> > > মিন্ট এর মধ্যে ডেবিয়ান মিন্ট টা ভালো লেগেছে । উবুন্টু বেইজড মিন্ট ভাল
> > লাগেনি
> > > । লিনাক্সের সীমাবদ্ধতা আছে, যারা আমরা লিনাক্স চালাই সীমাবদ্ধতা মেনেই
> > চালাই ।
> > > এটা যার যার ব্যক্তিগত পছন্দ । পাইরেসী না করে যার যেটা ভাল লাগে সে সেটা
> > > ব্যবহার করুক ।
> > >
> > > আমরা মেইলিং লিস্টে বিতর্ক সৃষ্টি করা থেকে বিরত থাকি ।
> > >
> > > --
> > > ***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
> > > *
> > > --
> > > Ubuntu Bangladesh
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
>
>
>
> --
>
> It is better to sit alone than in company with the bad; and it is , better
> still to sit with the good than alone. It is better to speak to a seeker of
> knowledge than to remain silent, but silence is better than idle words.
>
> - Prophet Mohammed SM (From Bukhari)
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list